ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক ডিজিসহ দুজনের নামে মামলা

  • আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) নিতাই চন্দ্র সূত্রধরসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক অনুমোদন ছাড়াই অধিদফতরের অধীন ৬১টি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষদের ইএমআইএস সেলের এমপিও ডাটাবেজের মাধ্যমে এমপিও তালিকাভুক্ত করার অভিযোগে এ মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার আসামিরা হলেন- কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং সাবেক মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর। মামলার এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে/হওয়ার এবং অপরকে লাভবান করার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে যাচাই-বাছাই ও প্রশাসনিক অনুমোদন ছাড়াই কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন ৬১টি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের ৬১ জন অধ্যক্ষকে ইএমআইএস সেলের এমপিও ডাটাবেজের মাধ্যমে এমপিও তালিকাভুক্ত করা হয়েছে। এতে সহায়তা করে প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকা সরকারি অর্থের ক্ষতিসাধন করা হয়েছে, যা দ-বিধি, ১৮৬০ এর ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে দুদক, সজেকা, ঢাকা-১ এ আজ একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাবি শিক্ষার্থী ছাত্রদলের সাম্য হত্যার অভিযোগে গ্রেফতার ৩ জন

কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক ডিজিসহ দুজনের নামে মামলা

আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) নিতাই চন্দ্র সূত্রধরসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক অনুমোদন ছাড়াই অধিদফতরের অধীন ৬১টি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষদের ইএমআইএস সেলের এমপিও ডাটাবেজের মাধ্যমে এমপিও তালিকাভুক্ত করার অভিযোগে এ মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার আসামিরা হলেন- কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং সাবেক মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর। মামলার এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে/হওয়ার এবং অপরকে লাভবান করার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে যাচাই-বাছাই ও প্রশাসনিক অনুমোদন ছাড়াই কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন ৬১টি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের ৬১ জন অধ্যক্ষকে ইএমআইএস সেলের এমপিও ডাটাবেজের মাধ্যমে এমপিও তালিকাভুক্ত করা হয়েছে। এতে সহায়তা করে প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকা সরকারি অর্থের ক্ষতিসাধন করা হয়েছে, যা দ-বিধি, ১৮৬০ এর ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে দুদক, সজেকা, ঢাকা-১ এ আজ একটি মামলা দায়ের করেন।