ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনতে চায় সরকার

  • আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষাকে সরকার মূল ধারায় আনতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি তাদের এ কথা জানান।
প্রতিনিধিদলে আরও ছিলেন ইউএসএইড বাংলাদেশের ডেপুটি মিশন ডাইরেক্টর রান্ডি আলী এবং ইউএসএইড এর এডুকেশন ডেভেলপমেন্ট অফিসার সানজয় রেনলডস কোপার।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর খুবই গুরুত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে কারিগরি শিক্ষায় ভর্তির হার ১৭ শতাংশ। সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে মেইনস্ট্রিমে আনতে বদ্ধপরিকর।’ এ সময় মন্ত্রণলয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত শিক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কারিগরি ও টেকনিক্যাল এডুকেশনে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনতে চায় সরকার

আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষাকে সরকার মূল ধারায় আনতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি তাদের এ কথা জানান।
প্রতিনিধিদলে আরও ছিলেন ইউএসএইড বাংলাদেশের ডেপুটি মিশন ডাইরেক্টর রান্ডি আলী এবং ইউএসএইড এর এডুকেশন ডেভেলপমেন্ট অফিসার সানজয় রেনলডস কোপার।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর খুবই গুরুত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে কারিগরি শিক্ষায় ভর্তির হার ১৭ শতাংশ। সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে মেইনস্ট্রিমে আনতে বদ্ধপরিকর।’ এ সময় মন্ত্রণলয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত শিক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কারিগরি ও টেকনিক্যাল এডুকেশনে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন তিনি।