ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

কারাগার থেকে পালানো ৬ ফিলিস্তিনি ফের বন্দী

  • আপডেট সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ৬ সেপ্টেম্বর কড়া নিরাপত্তার মাঝেও ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যান ছয়জন ফিলিস্তিনি। তাঁরা সেল সঙ্গী ছিলেন। তাঁরা একটি টানেলের সাহায্যে কারাগার থেকে পালিয়ে যান। উত্তর ইসরায়েলের গিলবোয়া কারাগারে ঘটনাটি ঘটে। সেই ঘটনার ১২ দিন পর সেই ছয়জনকে ফের বন্দী করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার সর্বশেষ দুজনকে বন্দী করা হয়েছে।
টুইটারে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের একটি বাড়ি থেকে নায়েফ কামামজি (৩৫) ও মুনাদেল ইয়াকুব ইনফেইয়াতকে (২৬) আটক করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রাই বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে। ওই দুজন বাড়িটিতেই ছিল। পরে তাঁরা আত্মসমর্পণ করে।’
সর্বশেষ আটক হওয়া দুজনকে আটকের সময়ের ছবি গতকাল রোববার টুইটারে প্রকাশ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। এর আগে গত ১০ সেপ্টেম্বর দুজন ও এর পর দিন ১১ সেপ্টেম্বর দুজনকে আটক করা হয়। তাঁদের উত্তর ইসরায়েলের আরব শহর নাজারেথ থেকে আটক করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছয়জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, তাঁরা ইসরায়েলিদের ওপর মারাত্মক হামলার পরিকল্পনা করছিল। এই ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাঁদের আইনজীবীরা বলেছেন, গত ডিসেম্বরে ওই ব্যক্তিরা টানেলের কাজ শুরু করেছিলেন।
উল্লেখ্য, বন্দীদের মধ্যে পাঁচজন ইসলামি জিহাদ আন্দোলনের এবং একজন মূলধারার ফাতাহ দলের সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠীর সাবেক কমান্ডার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাগার থেকে পালানো ৬ ফিলিস্তিনি ফের বন্দী

আপডেট সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ৬ সেপ্টেম্বর কড়া নিরাপত্তার মাঝেও ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যান ছয়জন ফিলিস্তিনি। তাঁরা সেল সঙ্গী ছিলেন। তাঁরা একটি টানেলের সাহায্যে কারাগার থেকে পালিয়ে যান। উত্তর ইসরায়েলের গিলবোয়া কারাগারে ঘটনাটি ঘটে। সেই ঘটনার ১২ দিন পর সেই ছয়জনকে ফের বন্দী করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার সর্বশেষ দুজনকে বন্দী করা হয়েছে।
টুইটারে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের একটি বাড়ি থেকে নায়েফ কামামজি (৩৫) ও মুনাদেল ইয়াকুব ইনফেইয়াতকে (২৬) আটক করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রাই বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে। ওই দুজন বাড়িটিতেই ছিল। পরে তাঁরা আত্মসমর্পণ করে।’
সর্বশেষ আটক হওয়া দুজনকে আটকের সময়ের ছবি গতকাল রোববার টুইটারে প্রকাশ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। এর আগে গত ১০ সেপ্টেম্বর দুজন ও এর পর দিন ১১ সেপ্টেম্বর দুজনকে আটক করা হয়। তাঁদের উত্তর ইসরায়েলের আরব শহর নাজারেথ থেকে আটক করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছয়জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, তাঁরা ইসরায়েলিদের ওপর মারাত্মক হামলার পরিকল্পনা করছিল। এই ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাঁদের আইনজীবীরা বলেছেন, গত ডিসেম্বরে ওই ব্যক্তিরা টানেলের কাজ শুরু করেছিলেন।
উল্লেখ্য, বন্দীদের মধ্যে পাঁচজন ইসলামি জিহাদ আন্দোলনের এবং একজন মূলধারার ফাতাহ দলের সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠীর সাবেক কমান্ডার।