ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক পরিকল্পনা মন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সব কিছু বিবেচনা করে তাকে কারাগারে পাঠান। বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, আজকে সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথবাহিনী সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

আজকের প্রত্যাশা/ কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক পরিকল্পনা মন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সব কিছু বিবেচনা করে তাকে কারাগারে পাঠান। বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, আজকে সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথবাহিনী সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

আজকের প্রত্যাশা/ কেএমএএ