ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নয়তো সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী জে আর খান রবিন বলেন, ৬৮টি কারাগারে ডাক্তারদের জন্য ১৪১টি পদ রয়েছে। তন্মধ্যে আমরা প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারলাম মাত্র ১০জন ডাক্তার কর্মরত। একজনের রিট আবেদনের ফলে আদালত পুনরায় শূন্যপদে ডাক্তার নিয়োগের জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। সে নির্দেশ মোতাবেক কারা কর্তৃপক্ষ জানিয়ে ১২১ জন ডাক্তারকে নিয়োগ দিয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারলাম যে ডাক্তার নিয়োগ দেখানো হয়েছে সে ডাক্তার নেই। বর্তমানে মাত্র ৭জন কর্মরত আছেন। জে আর খান রবিন বলেন, এরপর আমরা আদালতে আরেকটি আবেদন করি। তারই প্রেক্ষিতে আজ শুনানি হয়। এরপর আদালত মৌখিকভাবে কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আগামী ১১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদে ডাক্তার নিয়োগ দিয়ে আদালতকে অবহিত করার জন্য। আর যদি ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ২০২০ সালের ১৪ জানুয়ারি দেশে কারাবন্দিদের চিকিৎসার জন্য কারা হাসপাতালগুলোতে কত চিকিৎসক প্রয়োজন তা জানাতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে চিকিৎসক নিয়োগের বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নয়তো সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী জে আর খান রবিন বলেন, ৬৮টি কারাগারে ডাক্তারদের জন্য ১৪১টি পদ রয়েছে। তন্মধ্যে আমরা প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারলাম মাত্র ১০জন ডাক্তার কর্মরত। একজনের রিট আবেদনের ফলে আদালত পুনরায় শূন্যপদে ডাক্তার নিয়োগের জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। সে নির্দেশ মোতাবেক কারা কর্তৃপক্ষ জানিয়ে ১২১ জন ডাক্তারকে নিয়োগ দিয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারলাম যে ডাক্তার নিয়োগ দেখানো হয়েছে সে ডাক্তার নেই। বর্তমানে মাত্র ৭জন কর্মরত আছেন। জে আর খান রবিন বলেন, এরপর আমরা আদালতে আরেকটি আবেদন করি। তারই প্রেক্ষিতে আজ শুনানি হয়। এরপর আদালত মৌখিকভাবে কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আগামী ১১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদে ডাক্তার নিয়োগ দিয়ে আদালতকে অবহিত করার জন্য। আর যদি ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ২০২০ সালের ১৪ জানুয়ারি দেশে কারাবন্দিদের চিকিৎসার জন্য কারা হাসপাতালগুলোতে কত চিকিৎসক প্রয়োজন তা জানাতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে চিকিৎসক নিয়োগের বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল।