সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের সুপার এস এম কামরুল হুদা জানান। নিহত রুবেল ভূইয়া (৪৫) শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা। জেল সুপার কামরুল হুদা বলেন, ভোরে হঠাৎ বন্দি রুবেলের শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। “চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেলের মৃত্যু হয়েছে।” তিনি বলেন, “চলতি বছরের ১৩ জুলাই যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত রুবেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছিল।” ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।
জনপ্রিয় সংবাদ