খুলনা সংবাদদাতা : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়তি হওয়ায় খুলনা জেলায় গতকাল বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার রাতে খুলনা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন এ তথ্য জানান। খুলনা মহানগরে ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।
জনপ্রিয় সংবাদ