ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মহানগরের বাসন থানা এলাকায় জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। ঘণ্টা দেড়েক পর পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও শ্রমিকরা বলেন, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন।

পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চান্দনা-চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশকিছু কারখানা ছুটি দিয়ে দেয়। জায়ান্ট কারখানার শ্রমিকরা চান্দনা-চৌরাস্তা এলাকার বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, বৃহস্পতিবার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া ও ঈদে ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এসময় শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় মামলার পর কয়েকজন শ্রমিককে পুলিশ আটকও করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শনিবার শ্রমিকরা গিয়ে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করে পাশের রাস্তায় নেমে পড়েন। এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা দেখা দিলে আশপাশের ৮-১০ টি কারখানায় ছুটি ঘোষণা দেয়। কিছুক্ষণ পরে পুলিশ ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মহানগরের বাসন থানা এলাকায় জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। ঘণ্টা দেড়েক পর পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও শ্রমিকরা বলেন, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন।

পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চান্দনা-চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশকিছু কারখানা ছুটি দিয়ে দেয়। জায়ান্ট কারখানার শ্রমিকরা চান্দনা-চৌরাস্তা এলাকার বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, বৃহস্পতিবার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া ও ঈদে ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এসময় শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় মামলার পর কয়েকজন শ্রমিককে পুলিশ আটকও করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শনিবার শ্রমিকরা গিয়ে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করে পাশের রাস্তায় নেমে পড়েন। এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা দেখা দিলে আশপাশের ৮-১০ টি কারখানায় ছুটি ঘোষণা দেয়। কিছুক্ষণ পরে পুলিশ ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।