ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান চাঁদপুর সদরের লালদিয়া গ্রামের ফানিফ হদানিয়ার ছেলে। বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, আজ দুপুরের দিকে অসতর্কভাবে ওই বৃদ্ধ কাওরানবাজার রেললাইন দিয়ে পায়ে হেঁটে পার ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে লোকমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান চাঁদপুর সদরের লালদিয়া গ্রামের ফানিফ হদানিয়ার ছেলে। বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, আজ দুপুরের দিকে অসতর্কভাবে ওই বৃদ্ধ কাওরানবাজার রেললাইন দিয়ে পায়ে হেঁটে পার ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে লোকমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ