ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইইউ

  • আপডেট সময় : ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত ইইউ-এর দূত নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট।
নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট বলেন, কাবুল এয়ারপোর্ট চালুর যাবতীয় উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানায়।
বিমানবন্দরটি ফের পুরোদমে চালু করতে বর্তমানে কাতার ও তুরস্কের সঙ্গে কাজ করছে তালেবান সরকার। আফগানিস্তানে বর্তমানে চীন, রাশিয়া ও পাকিস্তানের পাশাপাশি এই দুই দেশেরও দূতাবাস চালু রয়েছে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তালেবান সরকারও দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী। তালেবান মুখপাত্র বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী। দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টরগুলো থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে চায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইইউ

আপডেট সময় : ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত ইইউ-এর দূত নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট।
নিকোলাস মেয়ার-ল্যান্ড্রুট বলেন, কাবুল এয়ারপোর্ট চালুর যাবতীয় উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানায়।
বিমানবন্দরটি ফের পুরোদমে চালু করতে বর্তমানে কাতার ও তুরস্কের সঙ্গে কাজ করছে তালেবান সরকার। আফগানিস্তানে বর্তমানে চীন, রাশিয়া ও পাকিস্তানের পাশাপাশি এই দুই দেশেরও দূতাবাস চালু রয়েছে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তালেবান সরকারও দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী। তালেবান মুখপাত্র বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী। দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টরগুলো থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে চায়।