প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে অবস্থান করছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তুমুল লড়াই চলছে আফগান সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে। এমন পরিস্থিতিতে কাবুলের দূতাবাসে থাকা স্পর্শকাতর দলিল ধ্বংস করে ফেলার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের শঙ্কা, এসব তথ্য ও দলিলপত্র ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে। এদিকে, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করেছে। এর মধ্যেই এসব সৈন্য কাবুলে পৌঁছে গেছেন। মার্কিন সরকার চাইছে চলমান এই পরিস্থিতিতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে, কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে অনেক আগেই সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ মাসের মধ্যে সব কার্যক্রমের ইতি টানতে চায় তারা। এরইমধ্যে আফগান দখলে তীব্র লড়াই চালাচ্ছে তালেবানরা। বিশ্লেষকরা বলছেন, হয়ত শিগগিরই তালেবানের হাতে পতন ঘটতে যাচ্ছে কাবুলের।
কাবুল দূতাবাসে স্পর্শকাতর দলিল ধ্বংসের নির্দেশ যুক্তরাষ্ট্রের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ