ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার আইএসের

  • আপডেট সময় : ১২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের কাছে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান।
গত রোববার বিকেলে এ হামলা হয়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। হামলার পর তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, প্রাথমিক তথ্যে হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে। গত রোববার বিকেলে হামলার পর সন্ধ্যার দিকে তালেবান কাবুলের উত্তরে অভিযান পরিচালনা করে। তারা আইএসের সক্রিয় একটি শাখা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আইএসের সদস্যরা নিহত হন। গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে একাধিক হামলা চালিয়েছে আইএস। এসব হামলার নিশানা ছিল তালেবান। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার আইএসের

আপডেট সময় : ১২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের কাছে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান।
গত রোববার বিকেলে এ হামলা হয়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। হামলার পর তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, প্রাথমিক তথ্যে হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে। গত রোববার বিকেলে হামলার পর সন্ধ্যার দিকে তালেবান কাবুলের উত্তরে অভিযান পরিচালনা করে। তারা আইএসের সক্রিয় একটি শাখা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আইএসের সদস্যরা নিহত হন। গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে একাধিক হামলা চালিয়েছে আইএস। এসব হামলার নিশানা ছিল তালেবান। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ।