আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একদিনের সফরে গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এখবর জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দিনব্যাপী এই সফরে মাহমুদ কুরেশি আফগানিস্তানের অন্তর্র্বতী প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে। তালেবান সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কুরেশি বৈঠক করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, দুই পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতে সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।
কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ