নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ১০টি সিএনজিচালিত অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারি দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার দুপুরে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলো- মো. মিলন (৪৫), মো. মন্টু হাওলাদার (৪২), মো. হান্নান (৩৫), মো. কালাম (৬০) ও মো. ইউনুছ (৩৬)। তিনি জানান, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল এলাকায় র্যাব-৪ অভিযান চালিয়ে চোরাইকৃত ১০টি সিএনজিচালিত অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
কাফরুলে ১০ অটোরিক্সাসহ চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ