ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদের শুটকি হতে পারে অর্থনীতির বড় খাত

  • আপডেট সময় : ০৮:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে উৎপাদিত মৎস্যকে শুটকিতে রূপান্তর করতে পারলে এটি এ অঞ্চলের জন্য অর্থনৈতিক বড় খাত হতে পারে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে রাঙামাটি পৌরসভার মিলনায়তনে মৎস্যজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, কাপ্তাই হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। অবৈধ জালের কারণে মাছের পোনা ধ্বংস হচ্ছে। হ্রদ থেকে উৎপাদিত মাছ দিয়ে তৈরি শুটকি হতে পারে মৎস্যজীবীদের জন্য নতুন অর্থনৈতিক খাত। এজন্য শ্রম অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে মৎস্যজীবীদের নির্দেশনা দেন। পাশাপাশি মৎস্য শিকারে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে মৎস্যজীবীদের অনুরোধ জানান। সচিব এএইচএম সফিকুজ্জামান মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, মৎস্যজীবীরা বাঁচলে রাঙামাটি বাঁচবে। মৎস্যজীবীদের ঋণ দিতে ঊর্ধ্বতন মহলকে অবহিত করবো। সচিব এসময় মৎস্যজীবীদের ট্রেড ইউনিয়ন করার পরামর্শও দেন। সভায় মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফের চাল দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সচিবের কাছে অনুরোধ জানান মৎস্যজীবীরা। রাঙামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে এসময় শ্রম অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আবু আশরীফ মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন, রাঙামাটি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙামাটি জেলার উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ এবং কর্ণফুলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শহর আলী বক্তব্য রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কাপ্তাই হ্রদের শুটকি হতে পারে অর্থনীতির বড় খাত

আপডেট সময় : ০৮:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে উৎপাদিত মৎস্যকে শুটকিতে রূপান্তর করতে পারলে এটি এ অঞ্চলের জন্য অর্থনৈতিক বড় খাত হতে পারে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে রাঙামাটি পৌরসভার মিলনায়তনে মৎস্যজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, কাপ্তাই হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। অবৈধ জালের কারণে মাছের পোনা ধ্বংস হচ্ছে। হ্রদ থেকে উৎপাদিত মাছ দিয়ে তৈরি শুটকি হতে পারে মৎস্যজীবীদের জন্য নতুন অর্থনৈতিক খাত। এজন্য শ্রম অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে মৎস্যজীবীদের নির্দেশনা দেন। পাশাপাশি মৎস্য শিকারে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে মৎস্যজীবীদের অনুরোধ জানান। সচিব এএইচএম সফিকুজ্জামান মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, মৎস্যজীবীরা বাঁচলে রাঙামাটি বাঁচবে। মৎস্যজীবীদের ঋণ দিতে ঊর্ধ্বতন মহলকে অবহিত করবো। সচিব এসময় মৎস্যজীবীদের ট্রেড ইউনিয়ন করার পরামর্শও দেন। সভায় মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফের চাল দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সচিবের কাছে অনুরোধ জানান মৎস্যজীবীরা। রাঙামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে এসময় শ্রম অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আবু আশরীফ মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন, রাঙামাটি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙামাটি জেলার উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ এবং কর্ণফুলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শহর আলী বক্তব্য রাখেন।