ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

কান উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার বাঙালির হাতে

  • আপডেট সময় : ১২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান ল’অয়েল দ’র জিতে নিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাদের বাড়ির। বাড়ির পরিত্যক্ত বেসমেন্টে তারা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তারা। এই ছবিটির প্রিমিয়ার হয়েছে কান উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে। পুরস্কার প্রদানকারী কমিটির মুখপাত্র জানিয়েছেন ল’অয়েল দ’র পুরস্কারের জন্য এই ছবিটিকে বেঁছে নেয়ার করার কারণ। তার মতে, ছবিটি এই ধ্বংসের পৃথিবীতে মনে করিয়ে দিয়েছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ। প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। ৫০০০ ইউরো নগদ হিসাবে দেওয়া হবে এই পুরস্কারে। ৯০ মিনিটের তথ্যচিত্রটিকে সেরা হিসাবে বেছে নিয়েছেন পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড, ইউক্রেনের লেখক-পরিচালক ইরিনা সিলিক, ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস, সাংবাদিক অ্যালেক্স ভিসেন্টে এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কান উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার বাঙালির হাতে

আপডেট সময় : ১২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান ল’অয়েল দ’র জিতে নিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাদের বাড়ির। বাড়ির পরিত্যক্ত বেসমেন্টে তারা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তারা। এই ছবিটির প্রিমিয়ার হয়েছে কান উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে। পুরস্কার প্রদানকারী কমিটির মুখপাত্র জানিয়েছেন ল’অয়েল দ’র পুরস্কারের জন্য এই ছবিটিকে বেঁছে নেয়ার করার কারণ। তার মতে, ছবিটি এই ধ্বংসের পৃথিবীতে মনে করিয়ে দিয়েছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ। প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। ৫০০০ ইউরো নগদ হিসাবে দেওয়া হবে এই পুরস্কারে। ৯০ মিনিটের তথ্যচিত্রটিকে সেরা হিসাবে বেছে নিয়েছেন পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড, ইউক্রেনের লেখক-পরিচালক ইরিনা সিলিক, ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস, সাংবাদিক অ্যালেক্স ভিসেন্টে এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ।