ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

কান উৎসবের বিচারকম-লীতে দিপীকা পাড়ুকোন

  • আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান-এর এবারের প্রতিযোগিতায় বিচারকদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বিচারকম-লীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন।
গত মঙ্গলবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকম-লীর সভাপতির দায়িত্ব পেলেন।
কান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকম-লী। ছবি: টুইটারকান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকম-লী। ছবি: টুইটারএবার বিচারকম-লীতে জায়গা পেয়েছেন বলিউডের তারকা দিপীকা পাড়ুকোন।
নয় সদস্যের বিচারকম-লীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্য রয়েছেন। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নেবেন তারা।
বিচারকম-লীতে যারা আছেন : বিচারকম-লীর সভাপতি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন (ফ্রান্স)
অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার – রেবেকা হল (যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র),
অভিনয় শিল্পী দিপীকা পাড়ুকোন (ভারত)
অভিনয় শিল্পী নাওমি রাপাস (সুইডেন)
পরিচালক প্রযোজক, চিত্রনাট্যকার জাসমিন ত্রিনকা (ইতালি)
পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আসগর ফরহাদি (ইরান)
অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার লাজ লি (ফ্রান্স)
পরিচালক, চিত্রনাট্যকার জেফ নিকোলাস (যুক্তরাষ্ট্র)
পরিচালক, চিত্রনাট্যকার যোয়াকিম ত্রির (নরওয়ে)
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, জাসমিন ত্রিনকার সিনেমা ‘মারসেল!’ স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে এবার। আগামী ২৮ মে বিচারকম-লীর নির্বাচিত সেরা সিনেমার জন্য নির্মাতার হাতে তুলে দেওয়া হবে স্বর্ণপাম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

কান উৎসবের বিচারকম-লীতে দিপীকা পাড়ুকোন

আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান-এর এবারের প্রতিযোগিতায় বিচারকদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বিচারকম-লীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন।
গত মঙ্গলবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকম-লীর সভাপতির দায়িত্ব পেলেন।
কান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকম-লী। ছবি: টুইটারকান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকম-লী। ছবি: টুইটারএবার বিচারকম-লীতে জায়গা পেয়েছেন বলিউডের তারকা দিপীকা পাড়ুকোন।
নয় সদস্যের বিচারকম-লীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্য রয়েছেন। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নেবেন তারা।
বিচারকম-লীতে যারা আছেন : বিচারকম-লীর সভাপতি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন (ফ্রান্স)
অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার – রেবেকা হল (যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র),
অভিনয় শিল্পী দিপীকা পাড়ুকোন (ভারত)
অভিনয় শিল্পী নাওমি রাপাস (সুইডেন)
পরিচালক প্রযোজক, চিত্রনাট্যকার জাসমিন ত্রিনকা (ইতালি)
পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আসগর ফরহাদি (ইরান)
অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার লাজ লি (ফ্রান্স)
পরিচালক, চিত্রনাট্যকার জেফ নিকোলাস (যুক্তরাষ্ট্র)
পরিচালক, চিত্রনাট্যকার যোয়াকিম ত্রির (নরওয়ে)
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, জাসমিন ত্রিনকার সিনেমা ‘মারসেল!’ স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে এবার। আগামী ২৮ মে বিচারকম-লীর নির্বাচিত সেরা সিনেমার জন্য নির্মাতার হাতে তুলে দেওয়া হবে স্বর্ণপাম।