বিনোদন ডেস্ক: সিঙ্গাপুরে আকস্মিকভাবে মৃত্যুর পর জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গের মরদেহ রোববার ভোররাতে ভারতের গুয়াহাটিতে পৌঁছায়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দর ও শহরের রাস্তায় ভিড় করেন তার হাজারো ভক্ত। মরদেহ পৌঁছানোর পর সেখানে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন জুবিনের স্ত্রী গারিমা সাইকিয়া গার্গ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন গার্গের কফিনবন্দি দেহ গুয়াহাটি বিমানবন্দরে নামার পর অনুরাগীরা স্তম্ভিত হয়ে দেখলেন সেই দৃশ্য। সে সময় স্বামীর কফিন আঁকড়ে ধরে কেঁদে ওঠেন তার স্ত্রী; যেন থামছিলোই না সেই কান্না।
তবে শুধু গায়কের স্ত্রী গারিমা নয়, চোখে জল ছিলো আশেপাশের প্রায় সকলেরই। এদিন ভোর থেকেই জুবিন গার্গের দেহ বিমানবন্দর থেকে বেরহতেই গুয়াহাটির রাস্তায় জনঢল। ছোট-বড় সংগীতশিল্পীরাও তাকে শ্রদ্ধা জানান।
এর আগে গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের আসাম রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এসি/আপ্র/২১/০৯/২০২৫