ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

কান্নায় গলা ধরে আসছে: পরীমণি

  • আপডেট সময় : ০২:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দুই বছর পূর্ণ হলো ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্যর। গতকাল ১০ আগস্ট ৩ বছরে পা রাখল এই তারকার সন্তান। ছেলের জন্মদিনে আয়োজনে কমতি রাখেননি পরী। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পুণ্যর জন্মদিন পালন করছেন তিনি। ছেলের জন্মদিনকে ঘিরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি পরীমণি। শুক্রবার মধ্যরাতেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে দেখা গেছে, মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেন। কেকের ওপর লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পুণ্য’। ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছেৃকিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’
আনন্দের এই দিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমণি। সেটা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’ পরীমণির সেই পোস্টের ক্যাপশনে তার অনুরাগীরা পুণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বিনোদন অঙ্গনের তারকারাও নায়িকা পুত্রকে ভালোবাসায় ভাসিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। কিন্তু এখন শরিফুল রাজকে ছাড়া পরীমণি যেন তাদের সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কান্নায় গলা ধরে আসছে: পরীমণি

আপডেট সময় : ০২:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক: দুই বছর পূর্ণ হলো ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্যর। গতকাল ১০ আগস্ট ৩ বছরে পা রাখল এই তারকার সন্তান। ছেলের জন্মদিনে আয়োজনে কমতি রাখেননি পরী। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পুণ্যর জন্মদিন পালন করছেন তিনি। ছেলের জন্মদিনকে ঘিরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি পরীমণি। শুক্রবার মধ্যরাতেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে দেখা গেছে, মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেন। কেকের ওপর লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পুণ্য’। ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছেৃকিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’
আনন্দের এই দিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমণি। সেটা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’ পরীমণির সেই পোস্টের ক্যাপশনে তার অনুরাগীরা পুণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বিনোদন অঙ্গনের তারকারাও নায়িকা পুত্রকে ভালোবাসায় ভাসিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। কিন্তু এখন শরিফুল রাজকে ছাড়া পরীমণি যেন তাদের সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে।