ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কানে পোকামাকড় ঢুকলে কিছু পদক্ষেপে সহজেই মুক্তি

  • আপডেট সময় : ০৫:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

লাইস্টাইল ডেস্ক: আমাদের মধ্যে অনেকেরই প্রায় কানে পোকামাকড় ঢুকে যায়। এ সময় অস্বস্তি ও ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক। যার কানে পোকামাকড় ঢোকে, তার সে সময় হিতাহিত জ্ঞান থাকে না। বিশেষ করে যদি শিশুদের কানে কোনো পোকা ঢোকে গেলে মা-বাবার আতঙ্কের শেষ থাকে না।
অনেকেই কান খুঁচিয়ে পোকা বের করার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে শান্তভাবে কিছু পদক্ষেপ নিলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। কানে পোকা ঢুকে গেলে কী কী করবেন আর কী করবেন না, এ বিষয়ে নিম্নে দেওয়া হলো কয়েকটি টিপস-
শান্ত থাকুন: প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। আতঙ্কিত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। শিশুদের ক্ষেত্রে শান্ত থাকাটা আরো জরুরি, কারণ তারা ভয় পেয়ে বেশি নড়াচড়া করতে পারে। আর তাতে পোকা কানের ভেতরে কামড়ে দিতে পারে।
আলো ব্যবহার করুন: টর্চলাইট বা অন্য কোনো আলোর উৎস ব্যবহার করে দেখুন পোকাটি আলোর দিকে আসে কি না। অনেক পোকা আলোর প্রতি সংবেদনশীল হয়। তাই আলো জ্বালালে তারা বেরিয়ে আসতে পারে।
তেল ব্যবহার করুন: অলিভ অয়েল, নারিকেল তেল বা কয়েক ফোঁটা বেবি ওয়েল কানের ভেতর দিয়ে দিন। সাধারণত তেলে পোকা মরে যায় কিংবা বাইরে বেরিয়ে আসে। তবে কানের আগে থেকে কোনো সমস্যা থাকলে তেল ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে।
মাথা কাত করুন: যে কানে পোকা ঢুকেছে সেই কানটি নিচের দিকে কাত করুন। এতে তেল ও পোকা বেরিয়ে আসতে পারে। শিশুদের ক্ষেত্রে তাদের মাথা কাত করে আলতো করে কান ঝাঁকাতে পারেন।
চিকিৎসকের পরামর্শ নিন: যদি কোনো টোটকায় কাজ না হয় বা কানে ব্যথা, রক্তপাত বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে, শিশুদের ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়াই বাঞ্ছনীয়।
যা করবেন না: কটন বাড বা অন্য কোনো ধারালো জিনিস দিয়ে কানের ভেতর খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। পোকা বের করার জন্য জোর করে কানের ভেতর পানি দেবেন না। কানে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। সূত্র: আজকাল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

কানে পোকামাকড় ঢুকলে কিছু পদক্ষেপে সহজেই মুক্তি

আপডেট সময় : ০৫:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

লাইস্টাইল ডেস্ক: আমাদের মধ্যে অনেকেরই প্রায় কানে পোকামাকড় ঢুকে যায়। এ সময় অস্বস্তি ও ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক। যার কানে পোকামাকড় ঢোকে, তার সে সময় হিতাহিত জ্ঞান থাকে না। বিশেষ করে যদি শিশুদের কানে কোনো পোকা ঢোকে গেলে মা-বাবার আতঙ্কের শেষ থাকে না।
অনেকেই কান খুঁচিয়ে পোকা বের করার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে শান্তভাবে কিছু পদক্ষেপ নিলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। কানে পোকা ঢুকে গেলে কী কী করবেন আর কী করবেন না, এ বিষয়ে নিম্নে দেওয়া হলো কয়েকটি টিপস-
শান্ত থাকুন: প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। আতঙ্কিত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। শিশুদের ক্ষেত্রে শান্ত থাকাটা আরো জরুরি, কারণ তারা ভয় পেয়ে বেশি নড়াচড়া করতে পারে। আর তাতে পোকা কানের ভেতরে কামড়ে দিতে পারে।
আলো ব্যবহার করুন: টর্চলাইট বা অন্য কোনো আলোর উৎস ব্যবহার করে দেখুন পোকাটি আলোর দিকে আসে কি না। অনেক পোকা আলোর প্রতি সংবেদনশীল হয়। তাই আলো জ্বালালে তারা বেরিয়ে আসতে পারে।
তেল ব্যবহার করুন: অলিভ অয়েল, নারিকেল তেল বা কয়েক ফোঁটা বেবি ওয়েল কানের ভেতর দিয়ে দিন। সাধারণত তেলে পোকা মরে যায় কিংবা বাইরে বেরিয়ে আসে। তবে কানের আগে থেকে কোনো সমস্যা থাকলে তেল ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে।
মাথা কাত করুন: যে কানে পোকা ঢুকেছে সেই কানটি নিচের দিকে কাত করুন। এতে তেল ও পোকা বেরিয়ে আসতে পারে। শিশুদের ক্ষেত্রে তাদের মাথা কাত করে আলতো করে কান ঝাঁকাতে পারেন।
চিকিৎসকের পরামর্শ নিন: যদি কোনো টোটকায় কাজ না হয় বা কানে ব্যথা, রক্তপাত বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে, শিশুদের ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়াই বাঞ্ছনীয়।
যা করবেন না: কটন বাড বা অন্য কোনো ধারালো জিনিস দিয়ে কানের ভেতর খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। পোকা বের করার জন্য জোর করে কানের ভেতর পানি দেবেন না। কানে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। সূত্র: আজকাল।