ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কানের লাল গালিচায় জাহ্নবী

  • আপডেট সময় : ০৮:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ছে। সত্যজিৎ রায়ের ছবির অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুরের পাশাপাশি দেখা মিলেছে উর্বশী রাউতেলারও। এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন তিনি।

 

এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। লাল গালিচায় জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাকটি শুরু থেকেই সবার নজর কেড়েছে। ফরাসি বিকেলের ম্লান আলো যেন তার মুখের আদলে শ্রীদেবীর ছায়া ফেলেছিল, যা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

 

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা – প্রথমবার কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হেঁটে জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি হয়তো মায়ের প্রতি তার শ্রদ্ধা। এদিন জাহ্নবীর পরনে ছিল বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক।

ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য, আর গলায় ছিল মুক্তোমালা। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঘোমটা।

ঘাগড়া ও করসেটের মতো পোশাকের সঙ্গে পেঁচিয়ে ছিল একটি ওড়না, যার মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ঘোমটার আকার নিয়েছিল – যেন একেবারে ভারতীয় বধূ। ইনস্টাগ্রামে জাহ্নবীর ছবি প্রকাশের পরপরই অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

 

তাদের অনেকেই মেয়ের মধ্যে মায়ের মিল খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, ‘কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শ্রীদেবীর কথা মনে পড়ছে।’ বর্তমানে জাহ্নবী তার ‘হোমবাউন্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

 

এই ছবিতে উত্তর-পূর্ব ভারতের একটি গ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে এবং প্রযোজক হিসাবে হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেসিও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কানের লাল গালিচায় জাহ্নবী

আপডেট সময় : ০৮:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ছে। সত্যজিৎ রায়ের ছবির অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুরের পাশাপাশি দেখা মিলেছে উর্বশী রাউতেলারও। এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন তিনি।

 

এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। লাল গালিচায় জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাকটি শুরু থেকেই সবার নজর কেড়েছে। ফরাসি বিকেলের ম্লান আলো যেন তার মুখের আদলে শ্রীদেবীর ছায়া ফেলেছিল, যা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

 

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা – প্রথমবার কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হেঁটে জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি হয়তো মায়ের প্রতি তার শ্রদ্ধা। এদিন জাহ্নবীর পরনে ছিল বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক।

ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য, আর গলায় ছিল মুক্তোমালা। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঘোমটা।

ঘাগড়া ও করসেটের মতো পোশাকের সঙ্গে পেঁচিয়ে ছিল একটি ওড়না, যার মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ঘোমটার আকার নিয়েছিল – যেন একেবারে ভারতীয় বধূ। ইনস্টাগ্রামে জাহ্নবীর ছবি প্রকাশের পরপরই অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

 

তাদের অনেকেই মেয়ের মধ্যে মায়ের মিল খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, ‘কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শ্রীদেবীর কথা মনে পড়ছে।’ বর্তমানে জাহ্নবী তার ‘হোমবাউন্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

 

এই ছবিতে উত্তর-পূর্ব ভারতের একটি গ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে এবং প্রযোজক হিসাবে হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেসিও।