বিনোদন ডেস্ক: ৫ জুন থেকে শুরু হতে চলেছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের লাইন আপে থাকা সিনেমাগুলোর মধ্যে আটটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। কানে প্রিমিয়ার হওয়া গুয়ান হু-এর ‘ব্ল্যাক ডগ’; মোহাম্মদ রসৌলফ-এর ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’; ফ্র্যান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপোলিস’; গাই ম্যাডিন, ইভান ও গ্যালেন জনসনের ‘রিউমার্স’; ডকুমেন্টারি ‘এরনেস্ট কোল: লস অ্যান্ড ফাউন্ড’; জিয়া ঝাংকের ‘কট বাই দ্য টাইডস; ‘দ্য গার্ল উইদ দ্য নিডল’ এবং রিভেঞ্জ থ্রিলার ‘ঘোস্ট ট্রেইল।’ সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রধান হিসেবে থাকবেন বসনিয়ান লেখক ও নির্মাতা ড্যানিস তানোভিচ। বিচারক দলে থাকছেন ইন্দোনেশিয়ান নির্মাতা কামিলা অ্যানদিনি, অস্ট্রেলিয়ান প্রযোজক সেইলা জয়দেব, যুক্তরাষ্ট্রের প্রযোজক জে ভ্যান হো এবং অস্ট্রেলিয়ার নির্মাতা টনি ক্রাউইটজ। দর্শক চাহিদার কথা মাথায় রেখে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ডেমি মুর অভিনীত ‘দ্য সাবস্টেন্স’ সিনেমাটিকেও রেখেছে উৎসবে। উৎসবের পর্দা নামবে ১৬ জুন।
জনপ্রিয় সংবাদ