ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

কানাডায় হামলা নিয়ে টুইটে যা বললেন ট্রুডো

  • আপডেট সময় : ১২:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কানাডার সাচকাচুয়ান প্রদেশে হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘এ হামলা ভয়ংকর ও হৃদয়বিদারক।’ খবর এএফপির।
এক টুইটে ট্রুডো বলেছেন, ‘যাঁরা এই হামলায় প্রিয়জন হারিয়েছেন ও যাঁরা আহত হয়েছেন, আমি তাঁদের কথা ভাবছি।’ তিনি হামলায় হতাহত মানুষের স্বজনদের প্রতি সমবেদনা জানান। পুলিশ বলেছে, সাচকাচুয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে গতকাল রোববার ছুরি নিয়ে হামলার ওই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। রয়াল কানাডীয় মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোনডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত এলাকা জেমস স্মিথ ক্রি নেশন ও নিকটবর্তী শহর ওয়েলডন থেকে পুলিশ জরুরি ফোন পায়। মাইলেস ও ড্যামিয়েন স্যান্ডারসন নামের ৩০ ও ৩১ বছর বয়সী দুজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। হামলার পর তাঁরা একটি গাড়িতে পালিয়ে গেছেন। তাঁদের চুলের রং কালো ও চোখ বাদামি বলে জানিয়েছে পুলিশ। জেমস স্মিথ ক্রি নেশন এলাকার বাসিন্দা ২ হাজার ৫০০। পুলিশ সেখানে জরুরি অবস্থা জারি করেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছেন। পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর বলেছেন, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা বলা কঠিন বলে তিনি জানান। ওয়েলডন এলাকার বাসিন্দা ডিয়ান শেইর স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রতিবেশী নাতির সঙ্গে তিনি থাকতেন। ওই নাতি হামলায় নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর বলেন, ভোর সাড়ে পাঁচটার পর জেমস স্মিথ ক্রি নেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এরপর ১৩টি এলাকায় হামলা হয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি তল্লাশিচৌকি বসানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্শ্ববর্তী রেজিনা, মানিটোবা ও অ্যালবার্টা প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় হামলা নিয়ে টুইটে যা বললেন ট্রুডো

আপডেট সময় : ১২:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : কানাডার সাচকাচুয়ান প্রদেশে হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘এ হামলা ভয়ংকর ও হৃদয়বিদারক।’ খবর এএফপির।
এক টুইটে ট্রুডো বলেছেন, ‘যাঁরা এই হামলায় প্রিয়জন হারিয়েছেন ও যাঁরা আহত হয়েছেন, আমি তাঁদের কথা ভাবছি।’ তিনি হামলায় হতাহত মানুষের স্বজনদের প্রতি সমবেদনা জানান। পুলিশ বলেছে, সাচকাচুয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে গতকাল রোববার ছুরি নিয়ে হামলার ওই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। রয়াল কানাডীয় মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোনডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত এলাকা জেমস স্মিথ ক্রি নেশন ও নিকটবর্তী শহর ওয়েলডন থেকে পুলিশ জরুরি ফোন পায়। মাইলেস ও ড্যামিয়েন স্যান্ডারসন নামের ৩০ ও ৩১ বছর বয়সী দুজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। হামলার পর তাঁরা একটি গাড়িতে পালিয়ে গেছেন। তাঁদের চুলের রং কালো ও চোখ বাদামি বলে জানিয়েছে পুলিশ। জেমস স্মিথ ক্রি নেশন এলাকার বাসিন্দা ২ হাজার ৫০০। পুলিশ সেখানে জরুরি অবস্থা জারি করেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছেন। পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর বলেছেন, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা বলা কঠিন বলে তিনি জানান। ওয়েলডন এলাকার বাসিন্দা ডিয়ান শেইর স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রতিবেশী নাতির সঙ্গে তিনি থাকতেন। ওই নাতি হামলায় নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর বলেন, ভোর সাড়ে পাঁচটার পর জেমস স্মিথ ক্রি নেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এরপর ১৩টি এলাকায় হামলা হয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি তল্লাশিচৌকি বসানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্শ্ববর্তী রেজিনা, মানিটোবা ও অ্যালবার্টা প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।