ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

কানাডায় ছুরি হামলা : দ্বিতীয় সন্দেহভাজনের মৃত্যু

  • আপডেট সময় : ১২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় ছুরি হামলায় সন্দেহভাজন দ্বিতীয় হামলাকারী মাইলেস স্যান্ডারসন (৩২) মারা গেছেন। পুলিশ ধাওয়া করার পর তার গাড়ি রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর বুধবার রাতে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাইলেস স্যান্ডারসন আগের দিন একটি বাড়িতে ঢুকে গাড়ি চুরি করে নিয়ে সেটিতে করে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে পুলিশ দিনব্যাপী অনুসন্ধান চালিয়ে তাকে ধাওয়া করলে গাড়িসহ রাস্তার পাশে পড়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় গাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। এর আগে গত সোমবার (৫ আগস্ট) মাইলস স্যান্ডারসনের ভাই সন্দেহভাজন ড্যামিয়েন স্যান্ডারসনকে (৩১) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেমস স্মিথ ক্রি ন্যাশন থেকে ড্যামিয়েন স্যান্ডারসনের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রসঙ্গত, ৪ আগস্ট কানাডার কেন্দ্রীয় সাস্কাচুয়ান প্রদেশের পৃথক স্থানে ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। হামলার পর দুই ভাই ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন একটি কালো ‘নিশান রোগ’ গাড়িতে করে পালিয়ে যান। ঘটনার পটরই রয়্যাল কানাডা পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের খোঁজা শুরু করে এবং দুজনের ছবি প্রকাশ করে।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে বিপজ্জনক দুই ভাইকে ধরতে পুরো সাস্কাচুয়ান প্রদেশে সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। এর পাশাপাশি দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবায়ও একই সতর্কতা জারি করা হয়। ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১০ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় ছুরি হামলা : দ্বিতীয় সন্দেহভাজনের মৃত্যু

আপডেট সময় : ১২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় ছুরি হামলায় সন্দেহভাজন দ্বিতীয় হামলাকারী মাইলেস স্যান্ডারসন (৩২) মারা গেছেন। পুলিশ ধাওয়া করার পর তার গাড়ি রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর বুধবার রাতে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাইলেস স্যান্ডারসন আগের দিন একটি বাড়িতে ঢুকে গাড়ি চুরি করে নিয়ে সেটিতে করে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে পুলিশ দিনব্যাপী অনুসন্ধান চালিয়ে তাকে ধাওয়া করলে গাড়িসহ রাস্তার পাশে পড়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় গাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। এর আগে গত সোমবার (৫ আগস্ট) মাইলস স্যান্ডারসনের ভাই সন্দেহভাজন ড্যামিয়েন স্যান্ডারসনকে (৩১) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেমস স্মিথ ক্রি ন্যাশন থেকে ড্যামিয়েন স্যান্ডারসনের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রসঙ্গত, ৪ আগস্ট কানাডার কেন্দ্রীয় সাস্কাচুয়ান প্রদেশের পৃথক স্থানে ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। হামলার পর দুই ভাই ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন একটি কালো ‘নিশান রোগ’ গাড়িতে করে পালিয়ে যান। ঘটনার পটরই রয়্যাল কানাডা পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের খোঁজা শুরু করে এবং দুজনের ছবি প্রকাশ করে।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে বিপজ্জনক দুই ভাইকে ধরতে পুরো সাস্কাচুয়ান প্রদেশে সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। এর পাশাপাশি দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবায়ও একই সতর্কতা জারি করা হয়। ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১০ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।