আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টো শহরের কাছে গোলাগুলির এক ঘটনায় একজন নিহত ও চার জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার শহরটির নিকটবর্তী পিল অঞ্চলে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের টরন্টো এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ‘প্রত্যেকের অবস্থা বিভিন্ন রকম’ বলে জানানো হয়েছে।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে পুলিশ বলেছে, গোলাগুলির ঘটনার সন্দেহভাজনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ‘নরহত্যা ব্যুরো’ তদন্তের দায়িত্ব নিতে পারে। বিবৃতিটিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদগুলোতে বলা হয়েছে, পিল অঞ্চলের রাস্তার পাশের একটি ছোট মার্কেটের চিকেন ল্যান্ড নামের রেস্তোরাঁর ভেতরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। একটি পরিবার এই রেস্তোরাঁটি পরিচালনা করে।
কানাডার টরন্টোর কাছে গোলাগুলিতে নিহত ১, আহত ৪
জনপ্রিয় সংবাদ