আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ কাতারে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। একই দিনে ফলাফল প্রকাশ হতে পারে।
কাতারের আইনসভার ৩০টি আসনের জন্য মোট ২৮৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৮ জন নারী নির্বাচনে অংশ নিয়েছেন। নতুন অনুমোদিত আইন অনুযায়ী, ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। বাকি ১৫ আসনে জনপ্রতিনিধি নিয়োগ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। নির্বাচিত সদস্যরা সরকারের নীতি ও বাজেট অনুমোদন করার ক্ষমতা রাখবেন বলে জানা গেছে।
নির্বাচনি আইন মোতাবেক, ১৯৩০ সালের আগে থেকে যাদের পরিবার কাতারে বসবাস করছেন তারাই নির্বাচনে অংশ নিতে পারছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা আল থানি জানিয়েছেন, পুরো দেশকে ৩০টি নির্বাচনী জেলায় ভাগ করা হবে। প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন।
মারখিয়া জেলার প্রার্থী খালিদ আলমুতাওয়াহ বলেন, এটা আমার জন্য প্রথমবারের অভিজ্ঞতা। এখানকার মানুষের সাথে কথা বলা প্রয়োজন। আমাদের সমাজে উন্নতি করতে চাই এবং আমাদের জনগণ এবং সরকারকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি’।
কাতারে প্রথম আইনসভা নির্বাচন, লড়ছেন নারীরাও
ট্যাগস :
কাতারে প্রথম আইনসভা নির্বাচন
জনপ্রিয় সংবাদ