ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

কাতারে পৌঁছেছে মেসির আর্জেন্টিনা

  • আপডেট সময় : ১২:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্ত এক ম্যাচ খেলে বিশ্বকাপের আয়োজক কাতারে পা রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে আলবিসিলেস্তেরা। আবর আমিরাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলে কাতারে গেছে আর্জেন্টিনা দল। ওই ম্যাচে ৫-০ গোলের বিশাল জয় তুলে নেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা তাই বেশ ভালোই হয়েছে বলা যায়। ৩৫ বছর বয়সী মেসির এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ। ফুটবলের এই কিংবদন্তির শোকেসে সম্ভাব্য সব ট্রফি থাকলেও একটি বিশ্বকাপ শিরোপা নেই। ডিয়েগো ম্যারাডোনার কাতারে নিজেকে নিয়ে যেতে এবার সবটুকু উজাড় করে লড়বেন মেসি, এমন আশায় ভক্ত-সমর্থকরা। দক্ষিণ আমেরিকান দলটির বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী মঙ্গলবার। গ্রুপ ‘সি’তে তারা প্রথম ম্যাচে লড়বে সৌদি আরবের বিপক্ষে। এই গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। আর্জেন্টিনার এটি তৃতীয় শিরোপা জয়ের মিশন। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও তাদের দলটি বেশ শক্তিশালী। টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত মেসি বাহিনী। যদিও মেসি নিজেদের ফেভারিটদের তালিকায় রাখতে রাজি নন। ‘কনমেবল’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘আমরা দারুণ একটি গ্রুপে পড়েছি। আগ্রহ নিয়ে খেলতে নামব। তবে আমাদের একটু একটু করে এগোতে হবে। আমরা জানি বিশ্বকাপের গ্রুপ কখনই সহজ হয় না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কাতারে পৌঁছেছে মেসির আর্জেন্টিনা

আপডেট সময় : ১২:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্ত এক ম্যাচ খেলে বিশ্বকাপের আয়োজক কাতারে পা রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে আলবিসিলেস্তেরা। আবর আমিরাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলে কাতারে গেছে আর্জেন্টিনা দল। ওই ম্যাচে ৫-০ গোলের বিশাল জয় তুলে নেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা তাই বেশ ভালোই হয়েছে বলা যায়। ৩৫ বছর বয়সী মেসির এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ। ফুটবলের এই কিংবদন্তির শোকেসে সম্ভাব্য সব ট্রফি থাকলেও একটি বিশ্বকাপ শিরোপা নেই। ডিয়েগো ম্যারাডোনার কাতারে নিজেকে নিয়ে যেতে এবার সবটুকু উজাড় করে লড়বেন মেসি, এমন আশায় ভক্ত-সমর্থকরা। দক্ষিণ আমেরিকান দলটির বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী মঙ্গলবার। গ্রুপ ‘সি’তে তারা প্রথম ম্যাচে লড়বে সৌদি আরবের বিপক্ষে। এই গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। আর্জেন্টিনার এটি তৃতীয় শিরোপা জয়ের মিশন। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও তাদের দলটি বেশ শক্তিশালী। টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত মেসি বাহিনী। যদিও মেসি নিজেদের ফেভারিটদের তালিকায় রাখতে রাজি নন। ‘কনমেবল’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘আমরা দারুণ একটি গ্রুপে পড়েছি। আগ্রহ নিয়ে খেলতে নামব। তবে আমাদের একটু একটু করে এগোতে হবে। আমরা জানি বিশ্বকাপের গ্রুপ কখনই সহজ হয় না।’