ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

কাতারে ড. ইউনূস ও বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ

  • আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’। এতে অংশ নিতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ অভিনেতা ও জাতিসংঘের শুভেচ্ছাদূত ইদ্রিস এলবা। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বিকেলে দুই বিশিষ্ট ব্যক্তির মধ্যে প্রাণবন্ত সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। ড. ইউনূস সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন। সেখানে তিনি টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্যদিকে ইদ্রিস এলবাও সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতিসংঘের শুভেচ্ছাদূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে এখানে আমন্ত্রিত হয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি টেকসই সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখছেন। আয়োজনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে দেখা করে আপ্লুত ইদ্রিস এলবা। প্রসঙ্গত, চারদিনের এই সফরে ড. ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কাতারে ড. ইউনূস ও বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’। এতে অংশ নিতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ অভিনেতা ও জাতিসংঘের শুভেচ্ছাদূত ইদ্রিস এলবা। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বিকেলে দুই বিশিষ্ট ব্যক্তির মধ্যে প্রাণবন্ত সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। ড. ইউনূস সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন। সেখানে তিনি টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্যদিকে ইদ্রিস এলবাও সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতিসংঘের শুভেচ্ছাদূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে এখানে আমন্ত্রিত হয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি টেকসই সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখছেন। আয়োজনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে দেখা করে আপ্লুত ইদ্রিস এলবা। প্রসঙ্গত, চারদিনের এই সফরে ড. ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।