ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে অস্থিরতা

কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে অস্থিরতা বিরাজ করছে নেপালে। পরিস্থিতি সামাল দিতে সোমবার (৮ সেপ্টেম্বর) কারফিউ জারি করেছে দেশটির সরকার। যার ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল।

বেসামাল পরিস্থিতিতে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ নিয়ে জেগেছে শঙ্কা। অশান্ত পরিবেশের কারণে বাতিল করা হয়েছে ম্যাচের আগে জামালদের অনুশীলন। তবে ফুটবলাররা হোটেলে নিরাপদে আছেন বলে জানিয়েছে বাফুফে।

গতকাল রোববার নেপাল অনুশীলন করলেও ক্যাবরেরা শিষ্যদের দেয়া হয়েছিল বিশ্রাম। এ রকম অস্থির পরিস্থিতিতে সোমবার অনুশীলন করতে না পারায় প্রস্তুতি ছাড়াই সরাসরি দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের। যদি পরিবেশ শান্ত হয়ে এই ম্যাচ মাঠে গড়ায়।

আগামীকাল মঙ্গলবার স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা বাংলাদেশ ফুটবল দলের। শ্যাচের সময় নির্ধারণ করা আছে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।

মাথায় এত কিছু না রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

২০২২ সালে দায়িত্ব নেয়ার পরই হ্যাভিয়ার ক্যাবরেরার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। যেখানে হারের স্বাদ পায় হ্যাভিয়ার ক্যাবরেরা। এবার প্রীতি ম্যাচের প্রথমটিতে ড্র হওয়ায় হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে দ্বিতীয় ম্যাচে। তবে মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের হেড কোচ।

হ্যাভিয়ার ক্যাবরেরা বললেন, আমরা সবাই জানি মাঠের কন্ডিশন খুব একটা ভালো নয়। ঘাস অনেক লম্বা ছিল। পানি নিষ্কাশন ব্যবস্থাও সে রকম ভালো নয়। মাঠ স্লো হয়ে যাওয়ায় ফুটবলারদের জন্যও খেলাটা অনেক কষ্টকর। তবে এটা কোনও অযুহাত নয়। অবস্থা যাই হোক আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো।

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই হামজা-শমিতদের মতো তারকা ফুটবলাররা। কিন্তু জামালের দলে যে ফুটবলাররা আছেন তারা প্রাণপণ চেষ্টা করছে তাদের সেরাটা নিংড়ে দিতে। তাই সতীর্থদের নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই এখন মূল লক্ষ্য অধিনায়কের।

ওআ/আপ্র/০৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নেপালে অস্থিরতা

কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে অস্থিরতা বিরাজ করছে নেপালে। পরিস্থিতি সামাল দিতে সোমবার (৮ সেপ্টেম্বর) কারফিউ জারি করেছে দেশটির সরকার। যার ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল।

বেসামাল পরিস্থিতিতে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ নিয়ে জেগেছে শঙ্কা। অশান্ত পরিবেশের কারণে বাতিল করা হয়েছে ম্যাচের আগে জামালদের অনুশীলন। তবে ফুটবলাররা হোটেলে নিরাপদে আছেন বলে জানিয়েছে বাফুফে।

গতকাল রোববার নেপাল অনুশীলন করলেও ক্যাবরেরা শিষ্যদের দেয়া হয়েছিল বিশ্রাম। এ রকম অস্থির পরিস্থিতিতে সোমবার অনুশীলন করতে না পারায় প্রস্তুতি ছাড়াই সরাসরি দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের। যদি পরিবেশ শান্ত হয়ে এই ম্যাচ মাঠে গড়ায়।

আগামীকাল মঙ্গলবার স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা বাংলাদেশ ফুটবল দলের। শ্যাচের সময় নির্ধারণ করা আছে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।

মাথায় এত কিছু না রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

২০২২ সালে দায়িত্ব নেয়ার পরই হ্যাভিয়ার ক্যাবরেরার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। যেখানে হারের স্বাদ পায় হ্যাভিয়ার ক্যাবরেরা। এবার প্রীতি ম্যাচের প্রথমটিতে ড্র হওয়ায় হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে দ্বিতীয় ম্যাচে। তবে মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের হেড কোচ।

হ্যাভিয়ার ক্যাবরেরা বললেন, আমরা সবাই জানি মাঠের কন্ডিশন খুব একটা ভালো নয়। ঘাস অনেক লম্বা ছিল। পানি নিষ্কাশন ব্যবস্থাও সে রকম ভালো নয়। মাঠ স্লো হয়ে যাওয়ায় ফুটবলারদের জন্যও খেলাটা অনেক কষ্টকর। তবে এটা কোনও অযুহাত নয়। অবস্থা যাই হোক আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো।

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই হামজা-শমিতদের মতো তারকা ফুটবলাররা। কিন্তু জামালের দলে যে ফুটবলাররা আছেন তারা প্রাণপণ চেষ্টা করছে তাদের সেরাটা নিংড়ে দিতে। তাই সতীর্থদের নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই এখন মূল লক্ষ্য অধিনায়কের।

ওআ/আপ্র/০৮/০৯/২০২৫