ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

কাজাখস্থানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ হকির শিরোপার রেস থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাই খেলার স্বপ্নটা জিইয়ে রেখেছিল তারা। সেই মিশনে বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে এখনও বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে পারেনি মশিউর রহমান বিপ্লবের দল।

বৃহস্পতিবারের বড় জয়ের পর এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। আগামী শনিবার তাদের প্রতিপক্ষ জাপান। সেখানে জিতলে এশিয়া কাপ হকিতে পশ্চম হয়ে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারবে বাংলাদেশ।

তবে হেরে গেলেও ষষ্ঠ হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে।

ওই সিরিজে পাকিস্তানকে হারাতে পারলে ষষ্ঠ দল হিসেবে হকির বিশ্বকাপ বাছাই খেলতে পারবে লাল সবুজের দল। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াউল হাসান।

তবে পাকিস্তানের বিপক্ষে ওই তিন ম্যাচ কবে বা কোথায় হবে সেটি এখনও জানেন না বলেই জানালেন তিনি।

ভারতের রাজগীরে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে আবারও গোল করেন আশরাফুল। এই টুর্নামেন্টে তার এটি ছিল পঞ্চম গোল। খেলায় এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে রোমান সরকার ব্যবধান ৩-০ করেন।

তৃতীয় কোয়ার্টারে শুরুতেই আবারও রোমান সরকারের গোলে ব্যবধান হয় ৪-০। পরের মিনিটেই ফিল্ড গোল ব্যবধান ৫-০ করেন তৈয়ব আলী। খেলার ধারার বিপরীতে কাজাখস্তানের আলতানবেক একটি গোল করে ব্যবধান ৫-১ এ নামিয়ে আনেন।

ওআ/আপ্র/০৪/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব সন্ত্রাস থামছে না, আক্রান্ত ব্যক্তিই হচ্ছেন আসামি

কাজাখস্থানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ হকির শিরোপার রেস থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাই খেলার স্বপ্নটা জিইয়ে রেখেছিল তারা। সেই মিশনে বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে এখনও বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে পারেনি মশিউর রহমান বিপ্লবের দল।

বৃহস্পতিবারের বড় জয়ের পর এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। আগামী শনিবার তাদের প্রতিপক্ষ জাপান। সেখানে জিতলে এশিয়া কাপ হকিতে পশ্চম হয়ে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারবে বাংলাদেশ।

তবে হেরে গেলেও ষষ্ঠ হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে।

ওই সিরিজে পাকিস্তানকে হারাতে পারলে ষষ্ঠ দল হিসেবে হকির বিশ্বকাপ বাছাই খেলতে পারবে লাল সবুজের দল। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াউল হাসান।

তবে পাকিস্তানের বিপক্ষে ওই তিন ম্যাচ কবে বা কোথায় হবে সেটি এখনও জানেন না বলেই জানালেন তিনি।

ভারতের রাজগীরে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে আবারও গোল করেন আশরাফুল। এই টুর্নামেন্টে তার এটি ছিল পঞ্চম গোল। খেলায় এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে রোমান সরকার ব্যবধান ৩-০ করেন।

তৃতীয় কোয়ার্টারে শুরুতেই আবারও রোমান সরকারের গোলে ব্যবধান হয় ৪-০। পরের মিনিটেই ফিল্ড গোল ব্যবধান ৫-০ করেন তৈয়ব আলী। খেলার ধারার বিপরীতে কাজাখস্তানের আলতানবেক একটি গোল করে ব্যবধান ৫-১ এ নামিয়ে আনেন।

ওআ/আপ্র/০৪/০৯/২০২৫