কাব্য কবির : শ্যামল গাঁয়ের কাজলা মেয়ে
মনটা নাচে তোকে পেয়ে
ইচ্ছে করে মনের কথা
কানে কানে
ছন্দ,ছড়া, গানে গানে
তোরই কাছে কই
বটের ছায়ায় বসে দুজন
খাবো চিড়া,খই।
হরিনেরই মতো যে তোর
টানা টানা চোখ,
চুলের খোঁপায় রক্ত জবা
পাগল করো লোক।
ঠোঁটটি যে তোর গোলাপ পাঁপড়ি
রূপার নূপূর পায়,
উদাস মনে ঘুরে বেড়াও
সারা মহল্লায়।
রূপ দেখে তোর মুগ্ধ হয়ে
কাছে ছুটে আসি,
শ্যামল গাঁয়ের কাজলা মেয়ে
তোকে ভালোবাসি।