ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

কাউন্সিলরের বোনের বিরুদ্ধে গরু চুরির মামলা

  • আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : গরু চুরির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় পুবাইলের হায়দারাবাদ এলাকার মোঃ আলাউদ্দিন গাছা থানায় মামলাটি করেন। এ ঘটনায় গরু চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় গ্রেপ্তাররা হলেন- শেরপুর জেলার নকলা থানার গনপদ্দি গ্রামের আলী, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার শিমুলিয়া গ্রামের সীমা আক্তার শিমু, গাজীপুরের গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার নুরুল ইসলাম। অপর আসামিরা হলেন- গাজীপুর জেলার গাছা থানার ও কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগম, গাজীপুর জেলার গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার সাফায়েত হোসেন বাবু। উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ বলেন, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার মাঠ থেকে একটি বকনা বাছুরসহ গাভী চুরি হয়। পরে গরুর মালিক আলাউদ্দিন আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে অজ্ঞানতামা এক নারীকে শনাক্ত করে। পরবর্তীতে ওই নারীকে স্থানীয় ইঞ্জিনিয়ার রোডে কাউন্সিলরের বোন আসমা বেগমের বাড়ির সামনে দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে মামলার অপর আসামি সাফায়েত হোসেন বাবুর গোয়ালঘর থেকে চুরিকৃত গরু ও বাছুর উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাউন্সিলরের বোন আসমা বেগমের নেতৃত্বে গরু চুরির কথা স্বীকার করেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

কাউন্সিলরের বোনের বিরুদ্ধে গরু চুরির মামলা

আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

গাজীপুর প্রতিনিধি : গরু চুরির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় পুবাইলের হায়দারাবাদ এলাকার মোঃ আলাউদ্দিন গাছা থানায় মামলাটি করেন। এ ঘটনায় গরু চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় গ্রেপ্তাররা হলেন- শেরপুর জেলার নকলা থানার গনপদ্দি গ্রামের আলী, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার শিমুলিয়া গ্রামের সীমা আক্তার শিমু, গাজীপুরের গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার নুরুল ইসলাম। অপর আসামিরা হলেন- গাজীপুর জেলার গাছা থানার ও কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগম, গাজীপুর জেলার গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার সাফায়েত হোসেন বাবু। উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ বলেন, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার মাঠ থেকে একটি বকনা বাছুরসহ গাভী চুরি হয়। পরে গরুর মালিক আলাউদ্দিন আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে অজ্ঞানতামা এক নারীকে শনাক্ত করে। পরবর্তীতে ওই নারীকে স্থানীয় ইঞ্জিনিয়ার রোডে কাউন্সিলরের বোন আসমা বেগমের বাড়ির সামনে দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে মামলার অপর আসামি সাফায়েত হোসেন বাবুর গোয়ালঘর থেকে চুরিকৃত গরু ও বাছুর উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাউন্সিলরের বোন আসমা বেগমের নেতৃত্বে গরু চুরির কথা স্বীকার করেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।