ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

কাউন্টি খেলার চেয়ে আইপিএলে খেলা ভালো!

  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কিছুদিন আগে শেষ হয়েছে আইপিএল। প্রায় প্রতিটি দলই এখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে ব্যস্ত। ইংল্যান্ড সফর করছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে জেতানোর পিছনে বড় ভূমিকা রেখেছেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসে ৯২ বলে ১৩৬ রান করে তিনি ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলে বেয়ারস্টোর মুখে শোনা গেল আইপিএলের কথা। তার কাছে, কাউন্টিতে খেলার চেয়ে আইপিএলে খেলা ভালো। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসসহ অনেকেই নিয়মিত কাউন্টি খেলে থাকেন। তারা সবাই আইপিএলের বদলে লাল বলের ক্রিকেটে অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেয়ারস্টো বেছে নেন আইপিএলকে। গত আসরে তিনি ১১ ম্যাচে করেন ২৫৩ রান। বেয়ারস্টো বলেন, ‘লোকে বলে, আমার আইপিএল খেলা উচিত নয়। তার চেয়ে কাউন্টি ক্রিকেটে খেলা উচিত। কিন্তু আপনি আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন। ‘ বেয়ারস্টো আরও বলেন, ‘লাল বলের ক্রিকেটে চারটে ম্যাচ খেলাও দারুণ ব্যাপার বলে মনে করেন অনেকে। দুঃখের বিষয় এখনকার যুগে সেটা সব সময় হয় না। আমরা ভাগ্যবান যে আইপিএলে খেলেছি। সেখানে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলেছি। তাই যখন চাপের পরিস্থিতি তৈরি হয় সেটা সামলানোর অভ্যেস তৈরি হয়ে যায়। আইপিএলে যে ধরনের কঠিন পরিস্থিতি সামলেছি, সেটাই আমাকে সাহায্য করেছে ইংল্যান্ডের হয়ে এই ইনিংস খেলতে। ‘

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

কাউন্টি খেলার চেয়ে আইপিএলে খেলা ভালো!

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : কিছুদিন আগে শেষ হয়েছে আইপিএল। প্রায় প্রতিটি দলই এখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে ব্যস্ত। ইংল্যান্ড সফর করছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে জেতানোর পিছনে বড় ভূমিকা রেখেছেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসে ৯২ বলে ১৩৬ রান করে তিনি ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলে বেয়ারস্টোর মুখে শোনা গেল আইপিএলের কথা। তার কাছে, কাউন্টিতে খেলার চেয়ে আইপিএলে খেলা ভালো। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসসহ অনেকেই নিয়মিত কাউন্টি খেলে থাকেন। তারা সবাই আইপিএলের বদলে লাল বলের ক্রিকেটে অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেয়ারস্টো বেছে নেন আইপিএলকে। গত আসরে তিনি ১১ ম্যাচে করেন ২৫৩ রান। বেয়ারস্টো বলেন, ‘লোকে বলে, আমার আইপিএল খেলা উচিত নয়। তার চেয়ে কাউন্টি ক্রিকেটে খেলা উচিত। কিন্তু আপনি আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন। ‘ বেয়ারস্টো আরও বলেন, ‘লাল বলের ক্রিকেটে চারটে ম্যাচ খেলাও দারুণ ব্যাপার বলে মনে করেন অনেকে। দুঃখের বিষয় এখনকার যুগে সেটা সব সময় হয় না। আমরা ভাগ্যবান যে আইপিএলে খেলেছি। সেখানে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলেছি। তাই যখন চাপের পরিস্থিতি তৈরি হয় সেটা সামলানোর অভ্যেস তৈরি হয়ে যায়। আইপিএলে যে ধরনের কঠিন পরিস্থিতি সামলেছি, সেটাই আমাকে সাহায্য করেছে ইংল্যান্ডের হয়ে এই ইনিংস খেলতে। ‘