ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

কাঁধে বড় চোট নিয়ে দল জেতাতে ব্যাটিং করবেন ক্রিস ওকস

  • আপডেট সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনেই কাঁধে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। যে কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তার দল ইংল্যান্ড এমন স্থানে গিয়ে দাঁড়িয়েছে যে, সোনালী ট্রফি হাতে আনতে ওকসকে মাঠে নামতেই হবে। তবে সতীর্থরা আশা করছেন, তাকে মাঠে নামতে হবে না।

আজ সোমবার পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৫ রানের, আর ভারতের দরকার ৪ উইকেট। বোঝাই যাচ্ছে, ম্যাচটা এখন ইংল্যান্ডের হাতের মুঠোয়। এই ম্যাচ জিতলেই ভারতীয়দের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারবে স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। যদি ইংলিশদের ব্যাটিং ধস হয় তাহলে শেষ ব্যাটার হিসেবে নামতে হবে ওকসকে।

১১ নম্বরে ব্যাটিংয়ে নামার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রোববার ইনডোর স্কুলে এক হাতে ব্যাটিং অনুশীলনও করেছেন ওকস। দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে ইংল্যান্ড চালকের আসনে বসিয়ে দেওয়া জো রুট বলেন, ওকসের এই আগ্রহই দলের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করে।

রুট বলেন, ‘সে সম্পূর্ণভাবে প্রস্তুত, আমাদের সবার মতো। এই সিরিজটাই এমন, যেখানে খেলোয়াড়দের নিজেদের শরীরকে বাজি রাখতে হয়েছে। আশা করি, পরিস্থিতি সেদিকে গড়াবে না। তবে সে ইনডোরে কিছু থ্রোডাউন নিয়েছে এবং প্রয়োজন হলে প্রস্তুত… সে সত্যিই কিছু একটা করে দেখাতে চায়।’

ওকস ডান হাতে, নাকি চোটের কারণে পাকিস্তানের সেলিম মালিকের মতো বাম হাতে ব্যাট করবেন, তা এখনো নিশ্চিত নয়। রুট বলেন, আমি নিশ্চিত না। এখনো তার ব্যাটিং প্র্যাকটিস দেখিনি। সম্ভবত কাল সকালে থ্রোডাউন নিলে বোঝা যাবে।

ইংল্যান্ড এখনো ওকসের চোটের বিবরণ স্পষ্ট করে জানায়নি। ম্যাচের পর স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে, এ গ্রীষ্মে আর খেলতে পারবেন না ওকস। ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টেও তার খেলা সন্দেহের মধ্যে রয়েছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাঁধে বড় চোট নিয়ে দল জেতাতে ব্যাটিং করবেন ক্রিস ওকস

আপডেট সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনেই কাঁধে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। যে কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তার দল ইংল্যান্ড এমন স্থানে গিয়ে দাঁড়িয়েছে যে, সোনালী ট্রফি হাতে আনতে ওকসকে মাঠে নামতেই হবে। তবে সতীর্থরা আশা করছেন, তাকে মাঠে নামতে হবে না।

আজ সোমবার পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৫ রানের, আর ভারতের দরকার ৪ উইকেট। বোঝাই যাচ্ছে, ম্যাচটা এখন ইংল্যান্ডের হাতের মুঠোয়। এই ম্যাচ জিতলেই ভারতীয়দের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারবে স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। যদি ইংলিশদের ব্যাটিং ধস হয় তাহলে শেষ ব্যাটার হিসেবে নামতে হবে ওকসকে।

১১ নম্বরে ব্যাটিংয়ে নামার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রোববার ইনডোর স্কুলে এক হাতে ব্যাটিং অনুশীলনও করেছেন ওকস। দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে ইংল্যান্ড চালকের আসনে বসিয়ে দেওয়া জো রুট বলেন, ওকসের এই আগ্রহই দলের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করে।

রুট বলেন, ‘সে সম্পূর্ণভাবে প্রস্তুত, আমাদের সবার মতো। এই সিরিজটাই এমন, যেখানে খেলোয়াড়দের নিজেদের শরীরকে বাজি রাখতে হয়েছে। আশা করি, পরিস্থিতি সেদিকে গড়াবে না। তবে সে ইনডোরে কিছু থ্রোডাউন নিয়েছে এবং প্রয়োজন হলে প্রস্তুত… সে সত্যিই কিছু একটা করে দেখাতে চায়।’

ওকস ডান হাতে, নাকি চোটের কারণে পাকিস্তানের সেলিম মালিকের মতো বাম হাতে ব্যাট করবেন, তা এখনো নিশ্চিত নয়। রুট বলেন, আমি নিশ্চিত না। এখনো তার ব্যাটিং প্র্যাকটিস দেখিনি। সম্ভবত কাল সকালে থ্রোডাউন নিলে বোঝা যাবে।

ইংল্যান্ড এখনো ওকসের চোটের বিবরণ স্পষ্ট করে জানায়নি। ম্যাচের পর স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে, এ গ্রীষ্মে আর খেলতে পারবেন না ওকস। ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টেও তার খেলা সন্দেহের মধ্যে রয়েছে।

এসি/