ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

কাঁচা কলার কাটলেট তৈরির রেসিপি

  • আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : নামে কাঁচা কলার কাটলেট হলেও এর সঙ্গে আলুও আছে। টিকিয়াটি খেতে বেশ মুচমুচে, পুষ্টিকরও। সস তো বটেই চা-কফি বা জুসের সঙ্গেও বেশ মানিয়ে যায় নাস্তাটি। শিশুদের টিফিনের জন্যও এটি হতে পারে দুর্দান্ত খাবার।
মাঝারি আকারের আটটি কাঁচা কলার কাটলেট বানাতে যা যা লাগবে : ৪টি কাঁচা কলা, ২টি আলু, ১ চা চামচ গুঁড়া মরিচ, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ৪০০ মি.লি. তেল, ১ চা চামচ চাট মসলা, ৬ পিস পাউরুটি, লবণ পরিমাণমতো, ২টি কাঁচামরিচ, ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, ১০০ মিলিলিটার দুধ, ১০০ গ্রাম ব্রেডক্রাম্ব।
যেভাবে বানাবেন : প্রথমেই কলার চামড়া আলাদা করে সেদ্ধ করে নিন। একইসঙ্গে আলুটাও সেদ্ধ করুন।
এরপর আলু ও কলা একসঙ্গে ভালো করে চটকে মিশিয়ে নিন।
পাউরুটির টুকরোগুলোকে পানিতে চুবিয়ে রেখে পানি চিপে নিন। এরপর আলু ও কলা মাখানো বোলে পাউরুটিগুলো রেখে তাতে গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া গুঁড়া ও পরিমাণমতো লবণ মেখে নিন। সবকিছু ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টাকে কাটলেটের আকারে গোল ও চ্যাপ্টা করে নিন। দুটি আলাদা বাটিতে দুধ ও ব্রেডক্রাম্ব নিন। পাশাপাশি একটি প্যানে তেলটুকু ঢেলে গরম করতে থাকুন। এরপর কাটলেটগুলোকে নিয়ে প্রথমে দুধে মেশান, ও পরে ব্রেডক্রাম্বের কোট দিয়ে নিন। প্যানে রেখে ডুবো তেলে ভাজুন। দ্রুত বাকিগুলোও প্যানে দিন। বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। কাটলেটের মুচমুচে চেহারাই বলে দেবে ঠিক কখন সেটা নামাতে হবে। নামানোর পর ছিটিয়ে দিন চাট মশলা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কাঁচা কলার কাটলেট তৈরির রেসিপি

আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

লাইফস্টাইল ডেস্ক : নামে কাঁচা কলার কাটলেট হলেও এর সঙ্গে আলুও আছে। টিকিয়াটি খেতে বেশ মুচমুচে, পুষ্টিকরও। সস তো বটেই চা-কফি বা জুসের সঙ্গেও বেশ মানিয়ে যায় নাস্তাটি। শিশুদের টিফিনের জন্যও এটি হতে পারে দুর্দান্ত খাবার।
মাঝারি আকারের আটটি কাঁচা কলার কাটলেট বানাতে যা যা লাগবে : ৪টি কাঁচা কলা, ২টি আলু, ১ চা চামচ গুঁড়া মরিচ, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ৪০০ মি.লি. তেল, ১ চা চামচ চাট মসলা, ৬ পিস পাউরুটি, লবণ পরিমাণমতো, ২টি কাঁচামরিচ, ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, ১০০ মিলিলিটার দুধ, ১০০ গ্রাম ব্রেডক্রাম্ব।
যেভাবে বানাবেন : প্রথমেই কলার চামড়া আলাদা করে সেদ্ধ করে নিন। একইসঙ্গে আলুটাও সেদ্ধ করুন।
এরপর আলু ও কলা একসঙ্গে ভালো করে চটকে মিশিয়ে নিন।
পাউরুটির টুকরোগুলোকে পানিতে চুবিয়ে রেখে পানি চিপে নিন। এরপর আলু ও কলা মাখানো বোলে পাউরুটিগুলো রেখে তাতে গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া গুঁড়া ও পরিমাণমতো লবণ মেখে নিন। সবকিছু ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টাকে কাটলেটের আকারে গোল ও চ্যাপ্টা করে নিন। দুটি আলাদা বাটিতে দুধ ও ব্রেডক্রাম্ব নিন। পাশাপাশি একটি প্যানে তেলটুকু ঢেলে গরম করতে থাকুন। এরপর কাটলেটগুলোকে নিয়ে প্রথমে দুধে মেশান, ও পরে ব্রেডক্রাম্বের কোট দিয়ে নিন। প্যানে রেখে ডুবো তেলে ভাজুন। দ্রুত বাকিগুলোও প্যানে দিন। বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। কাটলেটের মুচমুচে চেহারাই বলে দেবে ঠিক কখন সেটা নামাতে হবে। নামানোর পর ছিটিয়ে দিন চাট মশলা।