আন্তর্জাতিক ডেস্ক : ওলেনিভকা কারাগারে নিহতসহ ৬২ সেনার মরদেহ ও দেহবাশেষ ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেনাদের মরদেহ বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেন। ওই কারাগারে রাশিয়া রকেট হামলা চালিয়েছিল বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের রেপন্সিবল ফর সেপারাটিস্ট-হেল্ড টেরিটরি মন্ত্রণালয় জানিয়েছে, ‘আরও একটি হস্তান্তরের ঘটনা ঘটেছে। ৬২ মৃত নায়ক তাদের ঘরে ফিরেছেন। এই সমঝোতা ছিল কঠিন। তবে আমাদের সেনাদের বিশেষ করে ওলেনিভকার সেনাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’ ২৯ জুলাই একটি শক্তিশালী রকেট বিস্ফোরণে দোনেৎস্ক এলাকার একটি কারাগার বিধ্বস্ত হয়। সেখানে ইউক্রেনের যুদ্ধবন্দিদের রাখা হয়েছিল। রাশিয়ার দেওয়া তথ্যমতে এতে ৫০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারায় এবং ৭০ জনের বেশি গুরুতর আহত হয়। সূত্র: ইউক্রিনিফর্ম