প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় গেইম ফ্র্যাঞ্চাইজ ‘কল অফ ডিউটি’ নিয়ে সমঝোতায় আসতে প্লেস্টেশন নির্মাতা সনিকে ১০ ছর মেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট।
গত সোমবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত নিবন্ধে মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ লিখেছেন, কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের নতুন গেইমগুলো নিজস্ব এক্সবক্স প্ল্যাটফর্মে যেদিন মুক্তি পাবে, ওই একই দিনে প্লেস্টেশনে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে এক্সবক্স নির্মাতা। জনপ্রিয় ফার্স্ট-পারসন শুটার ফ্যাঞ্চাইজ কল অফ ডিউটির নির্মাতা কোম্পানি অ্যাকটিভিশন ব্লিজার্ড কেনার চেষ্টা করছে মাইক্রোসফট। কিন্তু সনির নিজস্ব কনসোল প্লেস্টেশনের সবচেয়ে জনপ্রিয় গেইমগুলোর একটি কল অফ ডিউটি। মাইক্রোসফট অ্যাকটিভিশন কেনার প্রস্তাব দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সনির প্ল্যাটফর্মে ফ্র্যাঞ্চাইজটির ভবিষ্যত নিয়ে। সেপ্টেম্বর মাসেই সনির গেইমিং প্রধান জিম রায়ান বলেছিলেন, বিদ্যমান চুক্তির সময়সীমা শেষে অ্যাকটিভিশনের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজটি আগামী তিন বছর প্লেস্টেশন প্ল্যাটফর্মে রাখার যে প্রস্তাব মাইক্রোসফট দিয়েছে তা যথেষ্ট নয়। ৬ হাজার ৯০০ কোটি ডলারে অ্যাকটিভিশন কেনার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। কিন্তু মাইক্রোসফটের এ উদ্যোগে ভরসা পাচ্ছে না বাজারনিয়ন্ত্রক সংস্থাগুলো। মাইক্রোসফট গেইমিং বাজারে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ এবং সমালোচকরা। বার্তাংস্থা রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফট জানুয়ারি মাসে অ্যাকটিভিশন কেনার প্রস্তাব দেওয়ার পর থেকেই অধিগ্রহণ চুক্তিটি নিয়ে নড়েচড়ে বসেছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।
প্রথম থেকেই এই অধিগ্রহণ চুক্তির বিরোধীতা করছে গেইমিং কনসোল বাজারে মাইক্রোসফটের শীর্ষ প্রতিদ্বন্দ্বী সনি। অ্যাকটিভিশন মাইক্রোসফটের অধীনে যাওয়া ঠেকাতে বাজার নিয়ন্ত্রকদরে হস্তক্ষেপের আহ্বান করেছে প্লেস্টেশন নির্মাতা। এ পরিস্থিতি মোকাবেলার কৌশল হিসেবে মাইক্রোসফট সনিকে এক দশক মেয়াদী চুক্তির প্রস্তাব দেবে বলে নভেম্বর মাসের এক প্রতিবেদনে লিখেছিল রয়টার্স।
সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মতামত নিবন্ধে মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ লিখেছেন, “সনি যে প্রতিযোগিতাবিমুখ ঝুঁকির কথা বলছে সেটা হলো মাইক্রোসফট প্লেস্টেশনে কল অফ ডিউটি রাখবে না। কিন্তু অর্থনৈতিক বিবেচনায় তা একেবারেই অযৌক্তিক হবে।” অন্যদিকে, সোমবারেই এক্সবক্স প্ল্যাটফর্মের সকল গেইমের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, এক্সবক্স প্ল্যাটফর্মের গেইমগুলোর দাম ৬০ ডলার থেকে বেড়ে ৭০ ডলার হচ্ছে; নতুন দাম কার্যকর হবে ২০২৩ সাল থেকে।
কল অফ ডিউটি: সনিকে ১০ বছরের প্রস্তাব মাইক্রোসফটের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ