ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

কলেরার টিকা কাদের জন্য জেনে নিন

  • আপডেট সময় : ১১:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাজধানীতে কলেরার টিকা দিচ্ছে সরকার। নগরীর পাঁচ এলাকায় টিকার প্রথম ডোজ খাওয়ানো হচ্ছে। এক বছরের বেশি বয়সী মানুষকে এ টিকা দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ এ টিকা নিতে পারবেন না। গত রোববার শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২ জুলাই পর্যন্ত।
আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জানিয়েছে, পাঁচটি এলাকার ৭০০টি কেন্দ্রে দেওয়া হচ্ছে কলেরার টিকা। কেন্দ্রগুলোর মধ্যে যাত্রাবাড়ীতে রয়েছে ১০০টি, সবুজবাগে ১৭০টি, দক্ষিণখানে ১৫৭, মিরপুরে ৯৫ ও মোহাম্মদপুরে ১৭৮টি। এসব এলাকায় মোট ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।
আইসিডিডিআর,বি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত মুখে খাওয়ার এ টিকা সবাই নিতে পারবেন না। গর্ভবতী নারী এবং যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন, তারা এ টিকা নিতে পারবেন না। টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না বলে। প্রথম ডোজের পর কলেরার এ টিকার দ্বিতীয় ডোজ ১৪ দিন পর খেতে হয়। এদিকে আইসিডিডিআরবির হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ২০ শতাংশ কলেরা রোগী বলে জানিয়েছেন আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কলেরার টিকা কাদের জন্য জেনে নিন

আপডেট সময় : ১১:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : রাজধানীতে কলেরার টিকা দিচ্ছে সরকার। নগরীর পাঁচ এলাকায় টিকার প্রথম ডোজ খাওয়ানো হচ্ছে। এক বছরের বেশি বয়সী মানুষকে এ টিকা দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ এ টিকা নিতে পারবেন না। গত রোববার শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২ জুলাই পর্যন্ত।
আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জানিয়েছে, পাঁচটি এলাকার ৭০০টি কেন্দ্রে দেওয়া হচ্ছে কলেরার টিকা। কেন্দ্রগুলোর মধ্যে যাত্রাবাড়ীতে রয়েছে ১০০টি, সবুজবাগে ১৭০টি, দক্ষিণখানে ১৫৭, মিরপুরে ৯৫ ও মোহাম্মদপুরে ১৭৮টি। এসব এলাকায় মোট ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।
আইসিডিডিআর,বি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত মুখে খাওয়ার এ টিকা সবাই নিতে পারবেন না। গর্ভবতী নারী এবং যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন, তারা এ টিকা নিতে পারবেন না। টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না বলে। প্রথম ডোজের পর কলেরার এ টিকার দ্বিতীয় ডোজ ১৪ দিন পর খেতে হয়। এদিকে আইসিডিডিআরবির হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ২০ শতাংশ কলেরা রোগী বলে জানিয়েছেন আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।