ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি মামলায় বাসচালক ও হেলপার রিমান্ডে

  • আপডেট সময় : ০১:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হাফ ভাড়া দিতে চাওয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের চালক ও হেলপারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসান।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার (২১ নভেম্বর) ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। অভিযোগে বাদী উল্লেখ করেন, শনিবার (২০ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় ওই শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। তার কাছে বাস ভাড়া চাওয়া নিয়ে কুরুচিপূর্ণ আচরণ, গালাগাল ও অশোভন আচরণ করা হয়। বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি মামলায় বাসচালক ও হেলপার রিমান্ডে

আপডেট সময় : ০১:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : হাফ ভাড়া দিতে চাওয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের চালক ও হেলপারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসান।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার (২১ নভেম্বর) ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। অভিযোগে বাদী উল্লেখ করেন, শনিবার (২০ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় ওই শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। তার কাছে বাস ভাড়া চাওয়া নিয়ে কুরুচিপূর্ণ আচরণ, গালাগাল ও অশোভন আচরণ করা হয়। বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।