ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

কলেঙ্কারির জেরে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ

  • আপডেট সময় : ১২:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা দপ্তরের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক গ্রেতে ফারেমো।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অনিয়মের ওই ঘটনা জাতিসংঘকে লজ্জায় ফেলে দিয়েছে। মহাসচিব আন্তোনিও গুতেরেসের নির্দেশেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউএনওপিএস প্রধান। নরওয়ের সাবেক মন্ত্রী ফারেমো শুক্রবার তার পদত্যাগপত্র জমা দেন। তবে রোববার তার সহকর্মীকে পাঠানো এক বার্তায় পদত্যাগের ভিন্ন কারণ বর্ণনা করে তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি না জেনেই তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনিই ওই বিভাগের দায়িত্বে।
“সেই দায়িত্ব আমি স্বীকার করছি এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।” ফারেমোর পদত্যাগপত্র গ্রহণ করার কথা রোববার এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কীভাবে ইউএনওপিএস একটি বেসরকারি লাভজনক প্রতিষ্ঠানকে ঋণ ও সহায়তা হিসেবে ২০১৫ সালে ৬ কোটি ১০ লাখ ডলার দিয়েছে এবং একটি বিনিয়োগ ব্যাংকের মত ব্যবসা করতে গিয়ে বাজে ঋণ হিসেবে ২ কোটি ২০ লাখ ডলার খুইয়েছে, সেই খবর সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বেরিয়ে এলে সমালোচনার ঝড় ওঠে। জাতিসংঘ তখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
ওই বিপুল অর্থ লেনদেনের ওপর অভ্যন্তরীণ একটি তদন্ত শেষে বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়। তবে তা এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কলেঙ্কারির জেরে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ

আপডেট সময় : ১২:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা দপ্তরের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক গ্রেতে ফারেমো।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অনিয়মের ওই ঘটনা জাতিসংঘকে লজ্জায় ফেলে দিয়েছে। মহাসচিব আন্তোনিও গুতেরেসের নির্দেশেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউএনওপিএস প্রধান। নরওয়ের সাবেক মন্ত্রী ফারেমো শুক্রবার তার পদত্যাগপত্র জমা দেন। তবে রোববার তার সহকর্মীকে পাঠানো এক বার্তায় পদত্যাগের ভিন্ন কারণ বর্ণনা করে তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি না জেনেই তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনিই ওই বিভাগের দায়িত্বে।
“সেই দায়িত্ব আমি স্বীকার করছি এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।” ফারেমোর পদত্যাগপত্র গ্রহণ করার কথা রোববার এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কীভাবে ইউএনওপিএস একটি বেসরকারি লাভজনক প্রতিষ্ঠানকে ঋণ ও সহায়তা হিসেবে ২০১৫ সালে ৬ কোটি ১০ লাখ ডলার দিয়েছে এবং একটি বিনিয়োগ ব্যাংকের মত ব্যবসা করতে গিয়ে বাজে ঋণ হিসেবে ২ কোটি ২০ লাখ ডলার খুইয়েছে, সেই খবর সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বেরিয়ে এলে সমালোচনার ঝড় ওঠে। জাতিসংঘ তখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
ওই বিপুল অর্থ লেনদেনের ওপর অভ্যন্তরীণ একটি তদন্ত শেষে বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়। তবে তা এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।