ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

কলাবাগানে মাঠ রক্ষায় গিয়ে আটক, সমাজকর্মী রতœার বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০১:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আটক সমাজকর্মী সৈয়দা রতœার বিরুদ্ধে মামলা করবে কলাবাগান থানা পুলিশ। রোববার সকালে ওই মাঠে গিয়ে ফেসবুক লাইভ করার সময় তাকে আটক করা হয়।
গতকাল রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। শরীফ বলেন, ‘মাঠে গিয়ে তিনি (সৈয়দা রতœা ) মিথ্যা তথ্য ও বিশৃঙ্খলা ছড়াচ্ছিলেন। এজন্য পুলিশ তাকে আটক করে থানায় এনেছে।
কী ব্যবস্থা নেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রতœাকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে মামলা হবে।’
এলাকাবাসী জানায়, রবিবার সকালে তেঁতুলতলা মাঠ থেকে সৈয়দা রতœাকে আটক করে পুলিশের ভ্যানে তোলা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। তেঁতুলতলা মাঠে অবকাঠামো বা কলাবাগান থানা পুলিশের ভবন নির্মাণের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করছিলেন রতœা। মাঠে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু হয়।
রাজধানীর কলাবাগান এলাকার খোলা একটি জায়গা তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। শিশুদের খেলাধুলার পাশাপাশি সেখানে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক আয়োজন হয়। স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছেন। ২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসন এক নোটিশে জানায়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। সেই নোটিশে এই জমিকে পতিত হিসেবে উল্লেখ করা হয়। নোটিশ দেওয়ার পর থেকেই স্থানীয় লোকজন জায়গাটিকে মাঠ হিসেবেই রাখতে প্রতিবাদ করে আসছিলেন। এদিকে ফেব্রুয়ারি মাসে মাঠটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয় পুলিশ। কিন্তু তাতে খেলাধুলা করত শিশু-কিশোররা। মাঠ দখলের পর মাঠে খেলতে চাওয়ায় শিশুদের প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ বস করানোর অভিযোগ ওঠে কলাবাগান থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এক এসআই ও তিন কনস্টেবলকে কলাবাগান থানা থেকে প্রত্যাহার করে ডিসি রমনা অফিসে সংযুক্ত করা হয়। আর গঠিত হয় তদন্ত কমিটি। সম্প্রতি এই মাঠ রক্ষায় সোচ্চার হয় পরিবেশবাদী ও স্থানীয়রা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবালক ছেলেকে বিমানবন্দরে ফেলেই ফ্লাইটে উঠে পড়লেন দম্পতি!

কলাবাগানে মাঠ রক্ষায় গিয়ে আটক, সমাজকর্মী রতœার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আটক সমাজকর্মী সৈয়দা রতœার বিরুদ্ধে মামলা করবে কলাবাগান থানা পুলিশ। রোববার সকালে ওই মাঠে গিয়ে ফেসবুক লাইভ করার সময় তাকে আটক করা হয়।
গতকাল রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। শরীফ বলেন, ‘মাঠে গিয়ে তিনি (সৈয়দা রতœা ) মিথ্যা তথ্য ও বিশৃঙ্খলা ছড়াচ্ছিলেন। এজন্য পুলিশ তাকে আটক করে থানায় এনেছে।
কী ব্যবস্থা নেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রতœাকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে মামলা হবে।’
এলাকাবাসী জানায়, রবিবার সকালে তেঁতুলতলা মাঠ থেকে সৈয়দা রতœাকে আটক করে পুলিশের ভ্যানে তোলা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। তেঁতুলতলা মাঠে অবকাঠামো বা কলাবাগান থানা পুলিশের ভবন নির্মাণের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করছিলেন রতœা। মাঠে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু হয়।
রাজধানীর কলাবাগান এলাকার খোলা একটি জায়গা তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। শিশুদের খেলাধুলার পাশাপাশি সেখানে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক আয়োজন হয়। স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছেন। ২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসন এক নোটিশে জানায়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। সেই নোটিশে এই জমিকে পতিত হিসেবে উল্লেখ করা হয়। নোটিশ দেওয়ার পর থেকেই স্থানীয় লোকজন জায়গাটিকে মাঠ হিসেবেই রাখতে প্রতিবাদ করে আসছিলেন। এদিকে ফেব্রুয়ারি মাসে মাঠটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয় পুলিশ। কিন্তু তাতে খেলাধুলা করত শিশু-কিশোররা। মাঠ দখলের পর মাঠে খেলতে চাওয়ায় শিশুদের প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ বস করানোর অভিযোগ ওঠে কলাবাগান থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এক এসআই ও তিন কনস্টেবলকে কলাবাগান থানা থেকে প্রত্যাহার করে ডিসি রমনা অফিসে সংযুক্ত করা হয়। আর গঠিত হয় তদন্ত কমিটি। সম্প্রতি এই মাঠ রক্ষায় সোচ্চার হয় পরিবেশবাদী ও স্থানীয়রা।