আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে একটি কন্টেইনারবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এরইমধ্যে ২৫ ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, কলম্বো থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে জ্বলছে কন্টেইনারবাহী জাহাজ এমভি এক্সপ্রেস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা
গত ১৫ মে ভারতের গুজরাট থেকে ১ হাজার ৪৮৬টি কনেইটনার নিয়ে সাগরপথে রওনা হয় জাহাজটি। এতে কসমেটিকস ও প্রায় ২৫ টন নাইট্রিক এসিড ছিল বলে জানা গেছে। কলম্বো হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল জাহাজটি।
এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার নৌবাহিনী কর্মকর্তারা জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে চারদিন আগেই আগুন লেগেছে। কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত বলেও উল্লেখ করা হয়। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হচ্ছে বলে জানায় তারা। কর্মকর্তারা জানান, একটি কনটেইনারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আগুণ নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতের সহায়তাও চাওয়া হয়েছে। এমনকি নেদারল্যান্ডস ও বেলজিয়ামের অভিজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে বলে জানায় তারা। এরইমধ্যে জাহাজে থাকা ২৫ ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ফিলিপিন্স, চীন, ভারত ও রাশিয়ার নাগরিক বলে জানা গেছে।
কলম্বোর সাগরে জ্বলছে জাহাজ, ২৫ ক্রু উদ্ধার
ট্যাগস :
কলম্বোর সাগরে জ্বলছে জাহাজ
জনপ্রিয় সংবাদ