আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার বোগোতা বিমানবন্দর থেকে হাঙরের ৩ হাজার ৪৯৩টি পাখনার একটি চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ।
পাখনাগুলো অবৈধভাবে হংকংয়ে পাচারের চেষ্টা হচ্ছিল বলে গত শুক্রবার জানিয়েছেও তারা।
বোগোতার পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরিমাণ পাখনা পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে, এসব পাখনার জন্য শিকারিরা ৩ থেকে ১৬ ফুট লম্বা ৯০০ থেকে প্রায় এক হাজার হাঙরকে হত্যা করেছে। হাঙরের পাখনা স্বাস্থ্যের জন্য উপকারী- এমনটা প্রচলিত থাকায় অনেক দেশেই এটি চড়া দামে বিক্রি হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
বোগোতা বিমানবন্দরে যে চালানটি ধরা পড়েছে, তাতে প্যাকেট ছিল ১০টি। এ চালানটি কলম্বিয়ার দক্ষিণপশ্চিমের রোলদানিলো পৌরসভা থেকে এসেছে বলে জানিয়েছেন বোগোতার পরিবেশ সচিব ক্যারোলিনা উরুতিয়া।
পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। চালানটি কারা পাঠিয়েছে এবং এর চূড়ান্ত গন্তব্য নিয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।
কলম্বিয়ায় হাঙরের ৩৫০০ পাখনা জব্দ, যাচ্ছিল হংকং
ট্যাগস :
কলম্বিয়ায় হাঙরের ৩৫০০ পাখনা জব্দ
জনপ্রিয় সংবাদ