ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধনে দাদা-ভাইজান

  • আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। এ উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতের ভাইজান সালমান খান। সালমান খানের পাশাপাশি একই মঞ্চে দেখা যাবে বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সালমান খান। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সেখানে স্বাগত জানাবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই উৎসবের উদ্বোধনে যোগ দিচ্ছেন বলিউডের ‘টাইগার’। ৫ ডিসেম্বর শুরু হওয়া উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বসবে তারার মেলা। সারাদেশের নামকরা তারকাদের মেলা দেখা যাবে এ উৎসবে। দারুণ সব চমকের পাশাপাশি এবারের উদ্বোধনী মঞ্চে সালমান খানের সঙ্গী হবেন ‘দাবাং’ গার্ল খ্যাত সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর বাবা তথা তৃণমূল নেতা শত্রুঘœ সিনহাও উপস্থিত থাকবেন কলকাতার এই চলমান চিত্রের উৎসবে। আসছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসানও। ভ্রূ কুঁচকে ওঠার মতোই খবর। অনিল কাপুরকেও মঞ্চ ভাগ করতে দেখা যাবে এখানেই। এছাড়াও উপস্থিত থাকবেন মহেশ ভাট। এর বাইরেও আর কারা কারা থাকছেন তা রাজ্য সরকারের পক্ষ থেকে চমক হিসেবে রাখা হয়েছে। প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া-নেয়া’। বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে ৩৯টি দেশের ২১৯টি ছবি। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধনে দাদা-ভাইজান

আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। এ উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতের ভাইজান সালমান খান। সালমান খানের পাশাপাশি একই মঞ্চে দেখা যাবে বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সালমান খান। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সেখানে স্বাগত জানাবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই উৎসবের উদ্বোধনে যোগ দিচ্ছেন বলিউডের ‘টাইগার’। ৫ ডিসেম্বর শুরু হওয়া উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বসবে তারার মেলা। সারাদেশের নামকরা তারকাদের মেলা দেখা যাবে এ উৎসবে। দারুণ সব চমকের পাশাপাশি এবারের উদ্বোধনী মঞ্চে সালমান খানের সঙ্গী হবেন ‘দাবাং’ গার্ল খ্যাত সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর বাবা তথা তৃণমূল নেতা শত্রুঘœ সিনহাও উপস্থিত থাকবেন কলকাতার এই চলমান চিত্রের উৎসবে। আসছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসানও। ভ্রূ কুঁচকে ওঠার মতোই খবর। অনিল কাপুরকেও মঞ্চ ভাগ করতে দেখা যাবে এখানেই। এছাড়াও উপস্থিত থাকবেন মহেশ ভাট। এর বাইরেও আর কারা কারা থাকছেন তা রাজ্য সরকারের পক্ষ থেকে চমক হিসেবে রাখা হয়েছে। প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া-নেয়া’। বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে ৩৯টি দেশের ২১৯টি ছবি। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন।