নিজস্ব প্রতিবেদক : কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন একুশে টেলিভিশনের ভারপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক রঞ্জন সেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সাংবাদিক রঞ্জন সেনকে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।