ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

কলকাতায় আটকা পড়লেন মোশাররফ করিম

  • আপডেট সময় : ০২:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১৯৮ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক : দেশের সুপরিচিত নাটক ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতা বেশ কিছু দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন। জানা গেছে, ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন তিনি। গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল। ভারতে হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় লকডাউন চলছে। ফলে পিছিয়ে যায় তার দেশে ফেরা। বর্তমানে বাধ্য হয়েই কলকাতায় আরও কিছুদিন থাকতে হবে মোশাররফকে। তার সঙ্গে আছেন স্ত্রী রোবেনা রেজা জুঁইও। মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘আগামী ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো ঈদের আগে এবারও শুটিং না-ও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় কেটে যাচ্ছে। করোনা নিয়ে একটা ভয় আছে। তবে সতর্ক আছি।’ জানা গেছে, ঈদ উল ফিতরে ‘যমজ-১৪’, ‘সীমার’, ‘সাদা মনের মানুষ’, ‘বিজ্ঞাপন’, ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’, ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’সহ মোশাররফ করিম অভিনীত প্রায় ২০টি নাটক প্রচার হওয়ার কথা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কলকাতায় আটকা পড়লেন মোশাররফ করিম

আপডেট সময় : ০২:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১


বিনোদন ডেস্ক : দেশের সুপরিচিত নাটক ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতা বেশ কিছু দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন। জানা গেছে, ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন তিনি। গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল। ভারতে হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় লকডাউন চলছে। ফলে পিছিয়ে যায় তার দেশে ফেরা। বর্তমানে বাধ্য হয়েই কলকাতায় আরও কিছুদিন থাকতে হবে মোশাররফকে। তার সঙ্গে আছেন স্ত্রী রোবেনা রেজা জুঁইও। মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘আগামী ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো ঈদের আগে এবারও শুটিং না-ও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় কেটে যাচ্ছে। করোনা নিয়ে একটা ভয় আছে। তবে সতর্ক আছি।’ জানা গেছে, ঈদ উল ফিতরে ‘যমজ-১৪’, ‘সীমার’, ‘সাদা মনের মানুষ’, ‘বিজ্ঞাপন’, ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’, ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’সহ মোশাররফ করিম অভিনীত প্রায় ২০টি নাটক প্রচার হওয়ার কথা।