ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি

  • আপডেট সময় : ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন আলোচিত চিত্রতারকা পরীমণি। সেখানকার গণমাধ্যমে ও দেশে ফিরে নিজের সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে মুখ খোলেন তিনি। যা নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই কলকাতার সিনেমায় অভিনয়ের খবর জানালেন পরীমণি। তিনি জানান, ‘ফেলুবকশি’ নামে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে যৌথ প্রযোজনায় কাজ করলেও এটিই তার প্রথম পূর্ণাঙ্গ টলিউড সিনেমা। যা পরিচালনা করবেন দেবরাজ সিনহা।
এ বিষয়ে আরও জানা গেছে, ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এতে পরীর চরিত্রের নাম লাবণ্য, যা রহস্যময় এক চরিত্র। এর আগে পাঁচদিন গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। সিনেমাটিতে তার বিপরীতে থাকছে সোহম চক্রবর্তী। পরীর ভাষ্য, ২০২৩ সালে কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়। টলিউডের প্রথম সিনেমায় অংশ নিতে যাওয়ায় বিষয়ে পরী বলেন, কলকাতার সিনেমাতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। আগামী সপ্তাহে সিনেমার কাজে কলকাতায় যাচ্ছি। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করব।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের আগে ত্বককে রাখবে সতেজ যে প্যাক

কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি

আপডেট সময় : ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন আলোচিত চিত্রতারকা পরীমণি। সেখানকার গণমাধ্যমে ও দেশে ফিরে নিজের সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে মুখ খোলেন তিনি। যা নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই কলকাতার সিনেমায় অভিনয়ের খবর জানালেন পরীমণি। তিনি জানান, ‘ফেলুবকশি’ নামে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে যৌথ প্রযোজনায় কাজ করলেও এটিই তার প্রথম পূর্ণাঙ্গ টলিউড সিনেমা। যা পরিচালনা করবেন দেবরাজ সিনহা।
এ বিষয়ে আরও জানা গেছে, ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এতে পরীর চরিত্রের নাম লাবণ্য, যা রহস্যময় এক চরিত্র। এর আগে পাঁচদিন গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। সিনেমাটিতে তার বিপরীতে থাকছে সোহম চক্রবর্তী। পরীর ভাষ্য, ২০২৩ সালে কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়। টলিউডের প্রথম সিনেমায় অংশ নিতে যাওয়ায় বিষয়ে পরী বলেন, কলকাতার সিনেমাতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। আগামী সপ্তাহে সিনেমার কাজে কলকাতায় যাচ্ছি। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করব।