ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কলকাতার আকাশে উড়লো ডজনখানেক রহস্যময় ড্রোন!

  • আপডেট সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কলকাতার আকাশে উড়লো ডজনখানেক রহস্যময় ড্রোন!

প্রত্যাশা ডেস্ক: পশ্চিমবঙ্গে কলকাতার আকাশে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। গত সোমবার (১৯ মে) রাত আটটা থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে প্রায় ডজনখানেক ড্রোনের উপস্থিতি চোখে পড়েছে বলে জানা গেছে।

মধ্য ও দক্ষিণ কলকাতার ভবানীপুর, ময়দান, ইস্টার্ন কমান্ডের সদর দফতর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিংস, রবীন্দ্র সদনের মতো নো ফ্লাই জোনে ড্রোনের উপস্থিতি দেখা গিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, কলকাতা লাগোয়া মহেশতলা থেকে উড়ে এসেছিল ড্রোনগুলো। উড়ন্ত ড্রোনগুলো প্রথমে কলকাতা পুলিশের এক কর্মকর্তার নজরে পড়ে। এরপরই লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে অবগত করা হয়। এরপরই কলকাতা পুলিশের কয়েকটি থানাকে সতর্কবার্তা পাঠায় লালবাজার। নজরদারি শুরু হতেই ড্রোনগুলি পালিয়ে যায় বলে লালবাজার সূত্রে জানানো হয়।

কলকাতার গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোয় ড্রোন ওড়াতে হলে আগে পুলিশের অনুমতি নিতে হয়। তবে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। ড্রোন পরিচালনাকারীদের পরিচয় জানতে তৎপর হয়ে উঠেছে পুলিশ ও সেনাবাহিনী। অজ্ঞাত ড্রোনের বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার আকাশে অজ্ঞাত ড্রোন দেখা গেছে বলে খবর এসেছে। বিষয়টি আমাদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কলকাতার আকাশে উড়লো ডজনখানেক রহস্যময় ড্রোন!

আপডেট সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পশ্চিমবঙ্গে কলকাতার আকাশে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। গত সোমবার (১৯ মে) রাত আটটা থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে প্রায় ডজনখানেক ড্রোনের উপস্থিতি চোখে পড়েছে বলে জানা গেছে।

মধ্য ও দক্ষিণ কলকাতার ভবানীপুর, ময়দান, ইস্টার্ন কমান্ডের সদর দফতর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিংস, রবীন্দ্র সদনের মতো নো ফ্লাই জোনে ড্রোনের উপস্থিতি দেখা গিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, কলকাতা লাগোয়া মহেশতলা থেকে উড়ে এসেছিল ড্রোনগুলো। উড়ন্ত ড্রোনগুলো প্রথমে কলকাতা পুলিশের এক কর্মকর্তার নজরে পড়ে। এরপরই লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে অবগত করা হয়। এরপরই কলকাতা পুলিশের কয়েকটি থানাকে সতর্কবার্তা পাঠায় লালবাজার। নজরদারি শুরু হতেই ড্রোনগুলি পালিয়ে যায় বলে লালবাজার সূত্রে জানানো হয়।

কলকাতার গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোয় ড্রোন ওড়াতে হলে আগে পুলিশের অনুমতি নিতে হয়। তবে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। ড্রোন পরিচালনাকারীদের পরিচয় জানতে তৎপর হয়ে উঠেছে পুলিশ ও সেনাবাহিনী। অজ্ঞাত ড্রোনের বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার আকাশে অজ্ঞাত ড্রোন দেখা গেছে বলে খবর এসেছে। বিষয়টি আমাদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।