প্রত্যাশা ডেস্ক: জোরাল ভূমিকম্প অনুভূত হলো ভারতের কলকাতাসহ উত্তর ও দক্ষিণবঙ্গে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। এরপর, একের পর এক কম্পন অনুভূত হয়। টানা ১৮ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশে হয়তো এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস এখনও জানা যায়নি। কলকাতায় অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বহুতল অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকজনকে।
সানা/ওআ/২১/১১/২০২৫
























