নিজস্ব প্রতিবেদক : কর্মীদের বিমা সুবিধা দিতে মেটলাইফের সেবা নেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং বৃহত্তম বিউটি ও পারসোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ লিমিটেড। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু ও জরুরি চিকিৎসার ক্ষেত্রে বিমা সুরক্ষার আওতায় থাকবেন।
সম্প্রতি এ নিয়ে সাজগোজ লিমিটেড ও মেটলাইফ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার নাফিস ইসলাম ও এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রায়হান চৌধুরী। সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি, হেড অব হিউম্যান রিসোর্স হাসিবা বিনতে হান্নানও উপস্থিত ছিলেন।
কর্মীদের মেটলাইফের বিমা সেবা দেবে সাজগোজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ